স্বাধীনতা দিবসে আতঙ্কের ছায়া! মাত্র ৩ মিনিটে ৮ বার ফোনে খুনের হুমকি পেলেন মুকেশ আম্বানি
তদন্ত নেমে ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে
এবার স্বাধীনতা দিবসে (Independence Day) প্রাণনাশের হুমকি পেলেন মুকেশ আম্বানির (Mukesh Ambani) পরিবার। ৭৫ তম স্বাধীনতা দিবসের দিনে ৮ বার ফোনে মৃত্যুর হুমকি পেয়েছেন রিলায়েন্সের (Reliance Company) কর্ণধার। আজ সকালে রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ছিলেন মুকেশ আম্বানি। তখনই তাঁর কাছে পরপর আটবার ফোন আসে। ইতিমধ্যেই মুম্বাইয়ের (Mumbai) ডি বি মার্গ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর যখন মুকেশ আম্বানি হাসপাতালে ছিলেন তখন তার ফোনে তিন মিনিটে আটবার ফোন এসেছিল। নম্বরটি অজানা ছিল সকলের। ফোন করে মুকেশ আম্বানিকে বলা হয় তাঁর এবং তাঁর পরিবারের প্রাণনাশ হতে পারে। রিপোর্ট করতেই পুলিশ তড়িঘড়ি তদন্ত শুরু করেছিল। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর মুকেশ আম্বানির বাসভবনের সামনে থেকে একটি স্করপিও গাড়ি থেকে ২০ টি জিলোটিন স্টিক পাওয়া গিয়েছিল, সঙ্গে ছিল একটি হুমকির চিঠিও। ঘটনার এক বছর কাটতে না কাটতে ফের একবার মৃত্যুর হুমকি পেলেন তিনি। যার জেরে আতঙ্কিত মুকেশ আম্বানি এবং তাঁর পরিবার। যদিও 'আজাদী কা অমৃত মহোৎসব' পালন করতে দেখা গিয়েছে আম্বানি পরিবারকে।