করোনার কবলে শতাধিক মাদ্রাজ আইআইটিতে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/12/2020   শেষ আপডেট: 15/12/2020 1:45 p.m.

বন্ধ সমস্ত বিভাগ ও গবেষণাগার

দেশজুড়ে করোনা সংক্রমণের দৈনিক হার বেশ কিছুটা কমেছে এবং দৈনিক মৃত্যুও আগের চেয়ে অনেক কম। এই স্বস্তির মাঝেই আবার উদ্বেগ বাড়িয়ে একধাক্কায় মাদ্রাজ আইআইটিতে করোনা পজিটিভ কেস ছাড়ালো একশোরও বেশী।

গতকালের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী চব্বিশ ঘন্টায় ২৭ হাজারে নেমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। মাদ্রাজ আইআইটির ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের পঠনপাঠনের জন্য ক্যাম্পাস খোলার পরপরই করোনা থাবা বসায় চত্বরে। বর্তমানে পড়ুয়া ও অন্যান্য শিক্ষাকর্মী মিলিয়ে মোট আক্রান্ত ১০৫ । ৬৬জন শিক্ষার্থী সমেত ৭১ জন সংক্রমিত হন বিগত দশ দিনে আর এদিন আরও ৩৩ জন আক্রান্ত হন। সংক্রমিত যারা বেশীরভাগই 'কৃষ্ণা' ও 'যমুনা' হস্টেলের বাসিন্দা,তাদের আপাতত সেখানেই হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং পরীক্ষাগার সহ সমস্ত বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে। সময়মতো তাদের খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র কক্ষে পৌঁছে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মতে হস্টেলের মেসে মাস্ক ছাড়া অসচেতনভাবে অবাধ মেলামেশা যাতায়াতের ফলেই সংক্রমণ এভাবে ছড়ায়। যাদের ল্যাবোরেটরী দরকার তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে ও ১৪ দিনের আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে এবং বর্তমানে ১০ শতাংশ পড়ুয়া হোস্টেলে আছেন বলে দাবি কর্তৃপক্ষের। ‌