প্রেম দিবসে ভারতীয় সেনাকে অর্জুন ট্যাংক উপহার দিলেন মোদি
এই ধরনের ট্যাংক অগ্নি শক্তি, উচ্চ গতিশীলতা এবং দুর্দান্ত সুরক্ষা প্রদানে কাজে লাগে।
এই প্রেম দিবসের দিনেই প্রধানমন্ত্রী মোদি ভারতীয় সেনার হাতে তুলে দিলেন অত্যাধুনিক অর্জুন সামরিক ট্যাংক (mk-1a)। এছাড়াও তিনি এই অনুষ্ঠান থেকে আত্মনির্ভর ভারত গড়ে তোলার ডাক দিলেন। এই ধরনের ট্যাংক অগ্নি শক্তি, উচ্চ গতিশীলতা এবং দুর্দান্ত সুরক্ষা প্রদানে কাজে লাগে। এই প্রসঙ্গে DRDO প্রধান জানিয়েছেন, এই নতুন পদক্ষেপের ফলে ভারতের সেনাবাহিনী আত্মনির্ভর এবং স্বয়ংসম্পূর্ণ হবে।
এই অর্জুন ট্যাংক ফিন স্টাবিলাইজ আর্মার পেয়ার্সিং ডিসারদিং সবোট , গোলাবারুদ, এবং ১২০ মিলিমিটার ক্যালিবার রাইফেল বন্দুকের জন্য ভারত বিখ্যাত। এছাড়া এখানে আছে ইন্টিগ্রেটেড ফায়ার কন্ট্রোল সিস্টেম যা স্থির দর্শন সহ সমস্ত আলোয় কাজ করবে। এই অর্জুন তৈরিতে খরচ হয়েছে ৮,৪০০ কোটি টাকা। আগের ট্যাংক এর থেকেও ১৫টি আপডেটেড ফিচার থাকছে এই অর্জুন ট্যাংকে।আত্মনির্ভর ভারত গড়ার উদ্দেশ্যে এটি হবে অন্যতম বড় পদক্ষেপ।