অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল মিজোরাম পুলিশ
ক্রমেই তিক্ত হচ্ছে আসাম-মিজোরাম সম্পর্ক
অসমের মানুষকে মিজোরামে যেতে নিষেধাজ্ঞা জারি করার অব্যবহিত পরেই পাল্টা অসমের ওপর চাপ বাড়ালো মিজোরাম। এবার সরাসরি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করল মিজোরাম পুলিশ। এর জেরে উত্তর পূর্ব ভারতের এই দুই রাজ্যের মধ্যে দ্বন্দ্ব আরও প্রকট হল। সূত্রের খবর, শুধুমাত্র অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই নয়, এফআইআর দায়ের করা হয়েছে অসমের একজন ইন্সপেক্টর জেনারেল, একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ও একজন পুলিশ সুপারিনটেনডেন্টের বিরুদ্ধেও। এছাড়াও অসমের অজ্ঞাতপরিচয় ২০০ জন পুলিশ অফিসারের উল্লেখও রয়েছে মিজোরাম পুলিশের খাতায়।
মিজোরামের সীমান্তবর্তী কেলাসিব অঞ্চলটি অসমের সীমান্তে অবস্থিত চাচর এলাকার সংলগ্ন। কেলাসিব থানাতেই করা হয়েছে এফআইআরটি। অসম সরকারের তরফ থেকে একটি অ্যাডভাইজরি জারি করে অসমবাসীর উদ্দেশ্যে ঘোষণা করা হয়, মিজোরামের সাধারণ মানুষের হাতে হাতে ঘোরে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজেই বলেন মিজোরামের সাধারণ মানুষের হাতে রয়েছে এ. কে ৪৭ ও স্নাইপারের মতো অস্ত্র। দুই রাজ্যের সম্পর্কে অবনতির কারণে অসমীয়াদের মিজোরাম না যাওয়াই শ্রেয় বলে ঘোষণা হয়। যারা জরুরি কাজে সেরাজ্যে গেছেন বা আছেন দীর্ঘদিন, তাদেরও সজাগ থাকতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৬ শে জুলাই অসম মিজোরাম সীমান্তবর্তী সংঘাতে নিহত হন অসম পুলিশের ছ'জন কর্মী সহ একজন সাধারণ মানুষ। মিজোরামের এই পালটা হুঁশিয়ারিতে সংঘাত আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।