'নিখোঁজ' অমিত শাহ! দায়ের করা হলো 'মিসিং ডায়েরি'

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/05/2021   শেষ আপডেট: 13/05/2021 8:02 p.m.
twitter.com/AmitShah

সেকেন্ড ইন কমান্ড এই পরিস্থিতিতে দেশের মানুষের পাশে নেই, ক্ষুব্ধ কংগ্রেস

খুঁজে পাওয়া যাচ্ছে না অমিত শাহ কে! পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট হয়ে যাওয়ার পর থেকেই প্রায় নিখোঁজ হয়ে গিয়েছেন দেশের সেকেন্ড-ইন-কমান্ড। করোনা ভাইরাস মোকাবিলার ক্ষেত্রে অমিত শাহকে তেমন ভাবে কখনোই সামনে আসতে দেখা গেল না এবারে। তাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে খুঁজে বের করার জন্য এবারে তার নামের নিখোঁজ ডায়েরি করলো কংগ্রেসের ছাত্রসংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় চাঞ্চল্যজনকভাবে দেশে অক্সিজেনের সংকট দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে দেশের সেকেন্ড-ইন-কমান্ড অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা পাওয়া যাচ্ছে না। এই নিয়ে দিল্লির কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে কংগ্রেস ছাত্র সংগঠন।

অমিত শাহকে খুঁজে বের করার দাবি জানিয়ে এই মিসিং ডায়েরি করেছে কংগ্রেস ছাত্র সংগঠন। তারা জানিয়েছে, "ভয়ংকর ভাইরাসের বিরুদ্ধে আমরা প্রত্যেকে লড়াই করছি। কিন্তু সরকার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা সরকারকে এই পরিস্থিতিতে আমাদের পাশে চাইছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমরা নিখোঁজ ডায়েরি করেছি।" এই ডায়েরি করে নাগেশ কারিয়াপ্পা বলেছেন, "দেশের সংকটময় পরিস্থিতিতে রাজনীতিকদের উচিত নাগরিকদের সবসময় সুরক্ষা প্রদান করা, পালিয়ে যাওয়াটা মোটেও কোন রাজনীতিকের শোভা পায় না।"