৫,০০০ এর বেশি শিশু আক্রান্ত করোনায়, আশঙ্কা শুরু তৃতীয় ঢেউয়ের
ইতিমধ্যে মেঘালয় রাজ্যে পাঁচ হাজারের বেশি শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন
সারা দেশজুড়ে করোনাভাইরাস এর প্রভাব লাগাতার চলেই যাচ্ছে। করোনাভাইরাস এর বিশেষজ্ঞরা বলছেন আর কিছুদিনের মধ্যেই ভারতে তৃতীয় ঢেউ আসতে চলেছে। অনেকেই মনে করছেন যদি করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ আসে তাহলে সবথেকে বেশি আক্রান্ত হবে শিশুরা। রিপোর্ট জানাচ্ছে ইতিমধ্যেই শুধুমাত্র মেঘালয় রাজ্যে ১৪ বছরের কম বয়সী প্রায় ৫,০০০ জন আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে। আর এই কারণে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ প্রায় আসন্ন বলে আশঙ্কা করছেন অনেকে। মেঘালয় রাজ্যে ইতিমধ্যেই ৫,০০০ শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে ১৭ জন নিহত হয়েছেন এই করোনাভাইরাসের জন্য। শুধুমাত্র গত মাসেই এই ১৭ জনের মধ্যে ১৩জন মারা গেছে। এই ক্রমবর্ধমান সংখ্যাটির দেখেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্ডার লালু হেকের। তিনি জানিয়েছেন, করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য মেঘালয় সরকার ইতিমধ্যেই তিনটি শিশুদের হাসপাতাল তৈরি করার পরিকল্পনা করেছে তিনটি জায়গায়।
তিনি জানিয়েছেন যথাক্রমে শিলং, পশ্চিম গারো পাহাড়ের তুরা এবং পশ্চিম জয়ন্তিয়া পাহাড় এর জোয়াই অঞ্চলে এই হাসপাতালগুলি তৈরি করা হবে। তিনি জানিয়েছেন, এই হাসপাতালগুলি পুনর্নির্মাণ করা হবে এবং বিভিন্ন ফ্যাক্টরিতে তৈরি জিনিসপত্র দিয়ে এই তিনটি হাসপাতাল নতুন করে তৈরি করবে মেঘালয় সরকার। মেঘালয় রাজ্যে অফিশিয়াল ভাবে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে এই রাজ্যে ৫,১০১ জন করণা আক্রান্ত হয়েছেন ০ থেকে ১৪ বছর বয়সের মধ্যে। আপাতত মেঘালয় রাজ্যে ৪৩,৭৪২ টি করোনাভাইরাস কেস ধরা পড়েছে যার মধ্যে ১১.৬৬ শতাংশ হলো শিশু। লাগাতার এইভাবে শিশুদের করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি দেখে রীতিমতো চিন্তায় মেঘালয় সরকার। এখনো পর্যন্ত, এরকম কোন প্রমান নেই যে শিশুরা তৃতীয় ঢেউয়ে বেশি আক্রান্ত হবেন, কিন্তু তাহলেও প্রত্যেকটি রাজ্য তাদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে তৃতীয় ঢেউয়ের জন্য।