স্ত্রীকে ভালোবাসার প্রতীক হিসেবে তাজমহলের মতোই বাড়ি উপহার
তিনি তো এ যুগের শাহজাহান, বলছেন নেটিজেনদের একাংশ
গল্প-গাথা বলে স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে মোগল সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন। সপ্তদশ শতকের মাঝামাঝি তৈরি হয়েছিল এই স্মৃতিসৌধ। আজও যা গোটা বিশ্বের কাছে বিস্ময়। প্রতি বছর বিশ্বের লক্ষ লক্ষ মানুষ দেখতে আসেন। আর এমন সৌন্দর্যের কাছে মাথা নত করে মুগ্ধ হন। অপার বিস্ময়ে 'অনন্ত প্রেমের প্রতীক' তাজমহলের সৌন্দর্যের কাছে আজও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মানুষ।
তবে সপ্তদশ শতক নয়, এই একবিংশ শতকেও স্ত্রীর প্রতি প্রগাঢ় ভালোবাসার প্রতীক হিসেবে তাজমহলের আদলে একটি বাড়ি বানিয়ে ফেলেছেন এক ব্যক্তি। নিজের স্ত্রীকে ভালোবাসার উপহার দিতে এর বিকল্প তিনি আর কিছু খুঁজে পাননি। নিজের সমস্ত পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে নির্মাণ করেছেন এমন সুদৃশ্য বাড়ি। এ ঘটনা প্রকাশ্যে আসায় নেটিজেনদের কাছে প্রশংসার বন্যা। এ যুগেও এমন ভালোবাসা সম্ভব? তিনি জানিয়েছেন, ভালোবাসার কোন যুগ বিভাজিকা নেই। ভালোবাসা অনন্ত! আর তাজমহলের মতো স্ত্রীকে ভালোবাসার বিকল্প আর কীই-বা হতে পারে!
ঘটনাটি মধ্যপ্রদেশের বুরহানপুরের। তিনি এ যুগের শাহজাহান! এই ভদ্রলোক স্ত্রীকে ভালোবাসার প্রতীক হিসেবে তাজমহলের আদলে একটি আস্ত বাড়ি উপহার দিয়েছেন। তাজমহলের মূল স্থপতিকার ছিলেন ঈশা খাঁ। শাহজাহান মধ্য এশিয়া এবং ইরান থেকে বিভিন্ন শিল্পী এনে তৈরি করেছিলেন এমন স্মৃতিসৌধ। সময় লেগেছিল ২০ হাজার শ্রমিকের প্রায় একুশ বছর। আর এ যুগের তাজমহল তৈরি করতে কতটা সময় লেগেছে? এই বাড়ির মূল স্থপতিকার আনন্দ চোকসি বলেছেন প্রায় তিন বছর সময় লেগেছে। তবে তাঁকে তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। বার কয়েক যেতে হয়েছে আগ্রায়। খুঁটিয়ে দেখতে হয়েছে গোটা তাজমহলের মূল কাঠামোটি।
শাহজাহানের তাজমহল তৈরিতে তো মধ্য এশিয়া কিংবা ইরান থেকে শিল্পীরা এসেছিলেন। তাহলে এই তাজমহল বাড়ি তৈরিতে কারা ছিলেন? সূত্র মারফত খবর, এই সুদৃশ্য বাড়ি বানাতে পশ্চিমবঙ্গ এবং ইন্দোর থেকে শিল্পীরা এসেছিলেন। বাড়িটি প্রায় ২৯ ফুট উঁচু। বাড়ির আদল প্রায় তাজমহলের মতোই। কী নেই সেই ঘরের মধ্যে! আছে একটি সুদৃশ্য হলরুম, উপর নীচে দু'টি করে বেডরুম, একটি বড় লাইব্রেরি এবং একটি যোগা রুম। এমনকী ঠিক তাজমহলের মতোই ঘরের মধ্যে আলোর প্রক্ষেপণ রাখা হয়েছে। যাতে বাইরে থেকে ঠিক তাজমহলের মতোই দেখায়। ঘরটির ফ্লোর নির্মাণে রাজস্থানের পাথর ব্যবহার করা হয়েছে।
তাজমহল তৈরিতে আনুমানিক তৎকালীন বাজারে ভারতীয় মুদ্রায় প্রায় ৩২ বিলিয়ন অর্থ খরচ হয়েছিল বলা হয়। এই বাড়ি তৈরিতে কত খরচ হয়েছে? তবে এখনও পর্যন্ত এই বাড়ি তৈরির খরচ জানা যায়নি। খরচ যাই হোক, এর সঙ্গে জড়িয়ে আছে সেই ভদ্রলোকের স্ত্রীর প্রতি অকৃত্রিম ভালোবাসা! আর ভালোবাসার প্রতীক হিসাবেই তিনি নির্মাণ করেছেন এমন তাজমহল বাড়ির।