ফের ট্যুইট বিতর্কে কঙ্গনা, কৃষকদের পাশে সোনু সুদ
চাপে পড়ে সুর নরম কঙ্গনার
কৃষি বিল প্রত্যাহারের দাবিতে গত ২৭ শে নভেম্বর আন্দোলনে সামিল হওয়া মাহিন্দ্রা কৌরকে 'শাহীনবাগ দাদি' অর্থাৎ বিলকিস বানোর সাথে তুলনা করে দুই বৃদ্ধার ছবি পাশাপাশি রেখে "একে ১০০ টাকায় পাওয়া যায়" মন্তব্য করে বিতর্কে জড়ান কঙ্গনা।
এই তিক্ত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ, সুরকার ও গায়ক মিকা সিং, বক্সার বিজেন্দ্র সিংহ সহ আরও অনেকে। কঙ্গনাকে আইনি নোটিশ দেন পাঞ্জাবের আইনজীবী হরকম সিং এবং চাপের মুখে পড়ে ট্যুইটারে এদিন লেখেন যে তিনি চাষীভাইদের পাশেই আছেন এবং এই আইন কৃষকদের স্বার্থের কথা ভেবেই তাই তাঁরা যেন গুজবে কান না দেন। যদিও কঙ্গনা বলেন তিনি পাঞ্জাবকে হৃদয়ে রাখেন, এদিনই শিখ গুরুদ্বার কমিটির প্রধান তাঁকে এক সপ্তাহের মধ্যে শর্তহীন ক্ষমা চাইতে বলেন।
অন্যদিকে আবারো কৃষকদের সঙ্গ নিলেন অভিনেতা সোনু সুদ। আগেও তিনি ট্যুইটারে লিখেছেন কৃষকরই তাঁর ভগবান। এদিনও জানালেন, "কৃষিজীবীরাই ভারতবর্ষ"।