কাশ্মীরে হামলার আগেই হাতেনাতে ধরা পড়ল আইএস জেহাদি
উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও নগদ অর্থ
ফের একবার কাশ্মীরে নাশকতার চেষ্টা। এবার হামলার ছক প্রস্তুত করছিল আইএস জঙ্গিগোষ্ঠী। আর সেই কাজে লিপ্ত অবস্থায় একেবারে হাতেনাতে ধরা পড়ল আইএসকে বা ইসলামিক স্টেট অব কাশ্মীর-এর এক সন্ত্রাসবাদী। গতকাল দুপুর থেকেই একটি স্পেশাল অপারেশন দলের মারফৎ ঝাঝর কোটিল এলাকায় নাকা চেকিং চালানো হয়।
গতকাল সন্ধ্যায় জম্মুর ঝাঝর কোটিলে নাকা চেকিং চলছিল। আর ঠিক তখনই হদিশ পাওয়া যায় ওই জঙ্গি কার্যকলাপ চালানো সদস্যের। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই আতঙ্কবাদী জেহাদির নাম মালিক উমেদ ওরফে আবদুল্লাহ। তাকে আটক করার পর তার থেকে পাওয়া গেছে প্রচুর নগদ অর্থ ও একাধিক আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রেই আরো জানা যায়, আব্দুল্লাহ নামের ওই জেহাদি আসলে কাশ্মীরের কুলগামের ইয়ারিপোরা এলাকার অধিবাসী। কাশ্মীরের একটা ব্যপক অংশে হামলা চালানোর জন্য তাকে অস্ত্র ও নগদ অর্থের যোগান দেওয়া হত ইসলামিক স্টেট সংগঠন মারফৎ। আবদুল্লাহকে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটা পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং নগদ ১ লক্ষ ১৩ হাজার টাকা। একইসাথে আরও বেশ কয়েকজনের নাম ও বেশ কিছু সূত্র উঠে এসেছে ওই জেহাদিকে জেরা করায়। কাশ্মীর পুলিশের আইজি মুকেশ সিং জানান, একটা বড়ো ধরনের নাশকতার সম্ভাবনা নির্মূল করা গেল।