করোনা টিকা নিলেই মিলবে বিমানযাত্রায় ছাড়, ঘোষণা ইন্ডিগো-র
করোনা টিকা নেওয়া থাকলে যাত্রীদের মূল ভাড়ার ১০ শতাংশ ছাড় দেওয়া হবে
করোনা (Corona) টিকা নিলেই বিমানযাত্রার টিকিটে মিলবে ডিসকাউন্ট! এমনটাই উদ্যোগ নিয়েছে বৃহত্তম দেশীয় উড়ান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন (Indigo Airlines)। কোম্পানির পক্ষ থেকে টিকা নেওয়া যাত্রীদের জন্য মূল ভাড়ার ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। এই প্রসঙ্গে আজ অর্থাৎ বুধবার ইন্ডিগো এয়ারলাইন্স সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, "এই অফারটি কেবলমাত্র ১৮ বছর বা তার বেশি বয়সের যাত্রীদের জন্য প্রযোজ্য হবে। যাঁরা টিকিট বুকিং এর সময় ভারতে ছিলেন এবং দেশেই টিকা নিয়েছেন, শুধুমাত্র তাঁরা এই ছাড় পাবেন। সেক্ষেত্রে টিকিট বুকিং এর সময় স্বাস্থ্যমন্ত্রকের কোভিড টিকা নেওয়ার শংসাপত্র দিতে হবে। এছাড়া বিমানবন্দরে চেকইন কাউন্টারে বা বিমানে ওঠার সময় আরোগ্য সেতু অ্যাপে টিকা নেওয়া স্ট্যাটাস দেখাতে হবে।"
ভারতের মধ্যে ইন্ডিগো প্রথম বিমানসংস্থা যারা এরকম অভিনব উদ্যোগ নিয়েছেন যার মাধ্যমে টিকা নিলে যাত্রীদের ছাড় দেওয়া হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে তাঁরা আশা করছেন এই পদক্ষেপের কারণে অনেক মানুষ টিকা নিতে উৎসাহী হবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ১ জুন থেকে দেশের সমস্ত ঘরোয়া বিমানের ভাড়া ৩০০ থেকে ১০০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। সেই জন্য ঘরোয়া বিমানের সর্বনিম্ন ভাড়া ১৩ শতাংশ থেকে বাড়িয়ে ১৬ শতাংশ করে দেওয়া হয়েছে। তবে ভাড়া বাড়ানো হলেও করোনা পরিস্থিতি বিচার করে বিমানে যাত্রীসংখ্যা ৮০ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করে দেওয়া হয়েছে।