এবার ভারতে তৈরি হবে বিদেশের বেশকিছু ভ্যাকসিন, ঘোষণা কেন্দ্রীয় বিদেশ সচিবের
ভারত সরকারের বিদেশ সচিব জানিয়েছেন বেশকিছু সংস্থার সাথে বর্তমানে কথা বলছে কেন্দ্রীয় সরকার, যার মধ্যে উল্লেখযোগ্য ফাইজার
করোনাভাইরাস পরিস্থিতি তৈরি হবার পর থেকেই কেন্দ্রীয় সরকারের কাছে একটি বড় চ্যালেঞ্জ ছিল ভারতের মতো একটি জনবহুল রাষ্ট্রের টিকাকরণ। কিন্তু সেই টিকাকরনে খুব একটা সফল হতে পারেনি কেন্দ্রীয় সরকার। প্রথম থেকেই কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভারতে টিকা নিয়ে আসার জন্য কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে। আর সেই মর্মে এবারে কেন্দ্রীয় বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা আজ একটি প্রেস কনফারেন্সে জানালেন, কেন্দ্রীয় সরকার গ্লোবাল ফার্মা কোম্পানি ফাইজার, জনসন এন্ড জনসন এবং মর্ডানার সাথে কথা বলছে যাতে ভারতে যত সম্ভব তাড়াতাড়ি এই ধরনের ভ্যাকসিন নির্মাণ করা যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্য পরিদর্শকদের বৈঠকে শ্রিংলা বলেছেন, ভারত সরকার ফাইজার, জনসন এন্ড জনসন, মর্ডানা, এর মতো বিভিন্ন ভ্যাকসিন কোম্পানির কাছ থেকে ভ্যাকসিন কিনছে এবং প্রয়োজনে ভারতে তৈরি করার প্রচেষ্টা নিচ্ছে। এছাড়াও তিনি উল্লেখ করেছেন নতুন ভ্যাকসিন স্পুটনিক ভি ভারতের মাটিতে উৎপাদনের উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও তিনি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বর্তমানে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছেন যেন জরুরী ভিত্তিতে সকলের কাছ থেকে ভ্যাকসিন করা করা যায়। তবে বর্তমানে ভারত সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকে তাকিয়ে রয়েচ্ছে, কবে এই ভ্যাকসিন অনুমোদিত হয়।