৪০ হাজার টন চাল দান করা হবে শ্রীলঙ্কাকে, দুরবস্থায় প্রতিবেশীর পাশে ভারত
শুক্রবার রাতে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে শ্রীলঙ্কায়
ভয়াবহ আর্থিক সংকট চলছে শ্রীলঙ্কায়। দুবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭০% কমে যাওয়ার পর ২২ মিলিয়ন লোকাবাদী দ্বীপরাষ্ট্রটি মুদ্রার অবমূল্যায়ন এবং বিশ্বব্যাপী ঋণদাতাদের কাছ থেকে সাহায্য নেওয়ার প্রচেষ্টার কারণে প্রয়োজনীয় আমদানির জন্য অর্থ প্রদানের জন্য লড়াই করছে। জ্বালানির অভাব, খাদ্যসংকট তদুপরি আর্থিক অনটনের কারণে এর আগেও জ্বালানি তেল দান হিসেবে পাঠিয়েছিল ভারত। আর এবার ভারত ৪০ হাজার টন চাল পাঠাতে চলেছে শ্রীলঙ্কাকে।
সূত্র মারফত খবর অনুযায়ী, দুইজন ভারতীয় ব্যবসায়ীর উদ্যোগেই নেওয়া হয়েছে চাল প্রদানের এই উদ্যোগটি। গতমাসেই শ্রীলঙ্কার জ্বালানি, খাদ্য ও ওষুধের অভাবপূরণে ১ বিলিয়ন ডলার সহায়তা করেছে ভারত। আর এবার চালের চালানের ফলে আশা করা হচ্ছে, শ্রীলঙ্কায় দ্রব্যমূল্য খানিকটা হলেও কমবে।
পাত্তাভী এগ্রো ফুডসের ব্যবস্থাপনা পরিচালক বিভি কৃষ্ণা রাও বলেছেন, "দক্ষিণ বন্দরগুলিতে চাল লোডিং শুরু হয়েছে। আমরা প্রথমে দ্রুত চালানের জন্য কন্টেইনার লোড করছি এবং কিছুদিনের মধ্যে জাহাজ লোডিং শুরু হবে।" প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে শুক্রবার রাতে জরুরি অবস্থার ঘোষণা করেছেন।