অস্ত্র এক, ডরবে দুই ! একযোগে চীন ও পাকিস্তানকে টক্কর দেবে ভারতের 'অস্ত্র'
শব্দের চারগুণ গতিসম্পন্ন 'অস্ত্র' ১০০ কিমি শূণ্যে অতিক্রম করেও আক্রমণ করতে সক্ষম
এবার ভারতের বাজিমাত ভারতীয় ফর্মূলাতেই। বলাই যায়, আত্মনির্ভরতার লক্ষ্যে আরও একধাপ এগোলো দেশ। সময়ের সাথে উন্নত হয়েছে প্রযুক্তি ও সুরক্ষা ব্যবস্থা। পরিবর্তন এসেছে প্রতিপক্ষকে আক্রমণ কৌশলেও। এবার সেই সূত্রেই উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভারতেই তৈরি হচ্ছে 'অস্ত্র' মিসাইল, যার পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে দেশের মাটি থেকেই। শোনা যাচ্ছে, চীন ও পাকিস্তানকে টক্কর দিতে এই অস্ত্রের জুড়ি মেলা ভার। কী এমন বিশেষত্ব এই মিসাইলের?
জানা গেছে, এই অস্ত্র মূলত রাশিয়া থেকে আগত ও প্রাপ্ত সুখৈ ও দেশীয় তেজস যুদ্ধবিমানগুলিতে ব্যবহার করা হবে এই 'অস্ত্র'। বর্তমানে ফ্রান্স ও ইজরায়েলের ক্ষেপনাস্ত্রও রয়েছে ভারতেরই হাতে। এর সাথে দেশজ অস্ত্র যুক্ত হলে আরও শক্তিশালী হবে আক্রমণ প্রক্রিয়া। কারণ এই 'অস্ত্র' শব্দের চারগুণ গতিসম্পন্ন এবং ছোঁড়া হলে মাঝ আকাশে একশো কিলোমিটার পর্যন্ত অতিক্রম করে শত্রপক্ষকে আক্রমণ করতে পারবে। তাই বলা যায় দৃষ্টিসীমার বাইরে গিয়েও সমানভাবে আঘাত করতে এটি সক্ষম। দিন হোক বা রাত, এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও এটি খেল দেখাতে সক্ষম। ট্রায়াল সম্পূর্ণ হলেই বায়ুসেনা কাজে লাগাবে এগুলিকে।