আমেরিকা, ব্রাজিলকে ছাপিয়ে করোনার দৈনিক সংক্রমণে এক নম্বরে ভারত, উদ্বেগে গোটা দেশবাসী
গতকাল ভারতে করোনা দৈনিক সংক্রমনের সংখ্যা ছিল ৯৩ হাজার ২৪৯ জন
মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে ভারতে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমনের হার। গোটা দেশবাসী করোনা গ্রাফের দিকে তাকিয়ে বেশ চিন্তিত। মহারাষ্ট্র, পুনে ইত্যাদি জায়গায় করোনা সংক্রমণের কারণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এরইমধ্যে একটি রিপোর্ট মাধ্যমে জানা গিয়েছে যে মোট সংক্রমনের নিরিখে আমেরিকা শীর্ষে ও ব্রাজিল দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে আছে ভারত। তবে মোট সংক্রমনের নিরিখে তৃতীয় স্থানে থাকলেও বর্তমানে দৈনিক সংক্রমণে ভারত হার মানিয়েছে বাইডেনের দেশ ও ব্রাজিলকে। গত শুক্রবার ভারতে একদিনে আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ১২৯ জন। এছাড়া কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে গতকাল শনিবার ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ২৪৯ জন। অন্যদিকে গতকাল ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ছিল ৭০ হাজার ২৩৮ জন। আমেরিকায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ৮২২ জন।
চলতি বছরের ভারতে করোনা পরিস্থিতি অনেকটা সামলে গেলেও গত মাস থেকে আবারও বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। এই দৈনিক সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় রীতিমতো উদ্বেগ বাড়ছে দেশবাসীর মধ্যে। গতবছর যখন করোনার প্রভাব সবচেয়ে বেশি ছিল অর্থাৎ ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর দৈনিক সংক্রমণ পৌঁছেছিল ৯৭ হাজার ৮৯৮ তে। তারপর আবার চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই গ্রাফ নেমে এসেছিল দৈনিক সংক্রমণ ৯০০০ হওয়ার জন্য। তবে বর্তমানে করোনা সংক্রমণ গ্রাফ যে গতিতে ঊর্ধ্বমুখী হচ্ছে, তা বেশ চিন্তার কারণ।