কথা রাখেনি চীন, বাংলাদেশকে কুড়ি লক্ষ ভ্যাকসিন উপহার দেবে ভারত
বিপদে প্রতিবেশী-বন্ধুর পাশে দেশ
করোনা নিয়ে হইচইয়ের পর এবার তার মোকাবিলায় আবিষ্কৃত ভ্যাকসিন নিজের ভান্ডারে মজুতের জন্য ব্যস্ততা দেশে দেশে। ভারত সহ বিশ্বজুড়ে প্রায় অনেক দেশেই শুরু হয়েছে টিকাকরণ। তবে বাংলাদেশে এখনও টিকা না আসায় স্বভাবতই চিন্তায় ছিল সে দেশ। পড়শি বন্ধুকে চিন্তামুক্ত করে এবার বিনামূল্যেই কুড়ি লক্ষ ভ্যাকসিন উপহার দেবে ভারত।
কিছুমাস আগে বাংলাদেশকে করোনা টিকা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দেয় চীন । যদিও ভারতের কাছে তিন কোটি টিকার অর্ডার করেছে বাংলাদেশ তবে তা পৌঁছাতে কিঞ্চিত দেরি হতে পারে। এসবের মাঝে শুধুমাত্র জোগাড় করতে না পারায় বা বিলম্ব হওয়ায় সে দেশের টিকাকরণ আটকে থাকবে কেন? দরদী হল সেই ভারতই। ইতিমধ্যেই সারা ভারত জুড়ে অক্সফোর্ড কোভিশিল্ড ও ভারতীয় কোভ্যাক্সিন টিকাদানের কাজ শুরু হয়েছে। আগামী ২০ শে জানুয়ারি দিল্লি থেকে সরাসরি বিমানে করে ঢাকা পৌঁছে যাবে ভারতের উপহার - ২০ লক্ষ কোভ্যাক্সিন।