কর দাতাদের জন্য নতুন সুখবর নিয়ে এল আয়কর দপ্তর
আয়কর দপ্তরের তরফ থেকে এই নির্দেশিকা জানিয়ে ঘোষণা করা হয়েছে
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় প্রত্যেকের সমস্যার শেষ থাকেনা। তখন আবার আইনজীবীকে দিয়ে অনেক কাগজপত্রের কাজ করিয়ে তারপর মুক্তি পাওয়া যায়। তবে এবারে আপনাদের সমস্ত রকম সমস্যার সমাধান নিয়ে এসেছে খোদ আয়কর দপ্তর। আর কিছুদিনের মধ্যেই তারা একটি নতুন ওয়েব পোর্টাল তৈরি করতে চলেছে যার মাধ্যমে আপনারা অত্যন্ত সহজে এবং সুষ্ঠভাবে রিটার্ন জমা দিতে পারবেন। সারাদেশের করদাতাদের কাছে এই ওয়েবসাইট লাভবান হবে বলেই আশা আধিকারিকদের। আয়কর দপ্তর জানিয়েছে, এই নতুন ওয়েব পোর্টাল ব্যবহার করার জন্য খুব একটা বেশি সমস্যার মুখোমুখি হতে হবে না। আধিকারিকরা জানিয়েছেন, আগামী ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত বর্তমানে কার্যকরী ওয়েবপোর্টাল বন্ধ থাকবে। এবং আগামী ৭ জুন থেকে করদাতাদের জন্য নতুন ওয়েব পোর্টাল চালু করে দেওয়া হবে।
ওই ছয় দিনের জন্য কিন্তু আগের কোনো ওয়েবপোর্টালে কোনো রকম কাজ হবে না। যদি কোনো কাজ থাকে তাহলে তা আগে করে নেওয়া যেতে পারে অথবা ৬ দিন অপেক্ষা করে তারপর করতে হবে। নতুন সিস্টেমের সাথে পরিচিত হওয়ার জন্য করদাতাদের মোটামুটি তিন দিনের সময় দেওয়া হচ্ছে। তাই, যেকোন জটিল সমস্যার সমাধানের জন্য যদি কোনো হিয়ারিং এর প্রয়োজন পড়ে তবে তা শুরু হবে আবার ১০ জুন থেকে। নিজের ব্যক্তিগত এবং ব্যবসার আয়কর দেওয়ার জন্য এই ওয়েবপোর্টাল ব্যবহার করা যাবে। তার সাথেই, যদি আপনার কোনো রিটার্ন প্রয়োজন পড়ে তাহলে সেই অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন।