বিজেপি সাংসদের কাছে মজুত প্রচুর রেমডেসিভির, "রবিনহুড" হবেন না, কটাক্ষ আদালতের
সবমিলিয়ে প্রায় ১০ হাজার ইনজেকশন মজুত রেখেছিল বিজেপি সাংসদ সুজয় ভিখে পাটিল
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রীতিমতো নাজেহাল করে তুলেছে দেশবাসীকে। সংক্রমনের মাত্রা দিনে দিনে লাগামছাড়া হয়ে যাচ্ছে। এখন প্রায় প্রতিদিন ৪ লক্ষের কাছাকাছি করোনা সংক্রমণ হচ্ছে। এর মধ্যে বিভিন্ন রাজ্যে অক্সিজেন বা রেমডেসিভির ঔষধের আকাল দেখা গেছে। কিন্তু এর মাঝেও মহারাষ্ট্রের বিজেপি সাংসদ সুজয় ভিখে পাটিল বেআইনিভাবে ইঞ্জেকশন মজুদ রাখছিল। অভিযোগ উঠেছে, তিনি তার নিজের কেন্দ্র আহমেদনগরের মানুষের জন্য এই ইনজেকশন মজুদ করছিল। তবে এরকম কাজ একদমই ভালো চোখে দেখেনি বোম্বে হাইকোর্ট। বিজেপি সাংসদকে ভৎসনা করে বোম্বে হাইকোর্ট জানিয়েছে, "এখন রেমডেসিভির মজুদ রাখা অন্যায় এবং সম্পূর্ণ বেআইনি। এটা রবিনহুড হওয়ার সময় নয়। যখন আপনি একজনের থেকে ছিনিয়ে অন্য একজনকে সাহায্য করছেন।"
জানা গেছে চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দিল্লি থেকে আহমেদনগর অব্দি সুজয় চাটার্ড বিমানে করে রেমডেসিভির ওষুধ নিয়ে আসে। সব মিলিয়ে প্রায় ১০ হাজার ইনজেকশন সে তার নিজের কাছে মজুদ করে রেখেছিল। নিজের গাড়িতে বাক্সভর্তি ইনজেকশন তোলার ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তিনি। আর তারপর বিতর্কের ঝড় উঠে নেট মাধ্যমে। আদালত একজন সাংসদের এমন কাজে তীব্র নিন্দা করেছে।