মালিকদের হাতে ছাঁটাইয়ের অবাধ অধিকার তুলে দিতে চায় কেন্দ্রীয় সরকার
বিতর্কিত শ্রম বিল পেশ সংসদে
এবারের সংসদ অধিবেশনে কৃষি বিল নিয়ে বিতর্ক না মিটতেই সরকার পেশ করল শ্রম আইন সংক্রান্ত তিনটি বিতর্কিত বিল, যা নিয়ে দীর্ঘদিন ধরে তীব্র আপত্তি জানিয়ে আসছে শ্রমিক সংগঠনগুলো।
আপত্তি কীসের? সংগঠনগুলো বলছে, এই বিল আইনে পরিণত হলে মালিকরা পেয়ে যাবে শ্রমিক ছাঁটাইয়ের অবাধ অধিকার। এতদিন পর্যন্ত নিয়ম ছিল সংস্থায় শ্রমিকসংখ্যা একশো হলেই ছাঁটাইয়ের ক্ষেত্রে সরকারের অনুমতি নিতে হবে মালিককে। নতুন বিলে সংখ্যাটা করে দেওয়া হয়েছে তিনশো। অর্থাৎ, সংস্থায় তিনশোর বেশি শ্রমিক থাকলে তবেই ছাঁটাই করতে সরকারের অনুমতি লাগবে মালিকের।
দেশের অধিকাংশ সংস্থাতেই শ্রমিকের সংখ্যা তিনশোর কম। ফলে এই বিল আইন হয়ে গেলে শ্রমিক ছাঁটাইয়ে মালিকের আর কোনও বাধা থাকবে না।
করোনা অতিমারির প্রকোপে এমনিতেই ছাঁটাইয়ের বন্যা বইছে দেশে। এর ওপর এই নতুন বিলে প্রবল আশঙ্কায় ভুগছেন খেটে-খাওয়া মানুষ। বিজেপি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সেখানে সহজেই বিলটি পাস হয়ে যাবে। বিরোধিতা আসবে রাজ্যসভা থেকে।
এখন দেখা যাক নতুন আইন এনে কেন্দ্রীয় সরকার কি উপহার দেয় শ্রমিকদের--- চাকরির নিরাপত্তা নাকি প্রতিমুহূর্তে ছাঁটাইয়ের আশঙ্কা।