'ছোটথেকে মেয়েদের সুশিক্ষা দিলে, আটকানো যাবে ধর্ষণ' বিতর্কিত মন্তব্যে বিজেপি বিধায়কের
বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ ফের জড়ালেন বিতর্কে
নাথুরাম গডসে সন্ত্রাসবাদী নয়,গান্ধীজীকে মেরে ভুল করে ফেলে, আগের বছর এরকমই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ। ফের আবারও এক বির্তর্কিত মন্তব্য করলেন তিনি। বললেন, ছোটথেকেই মেয়েদের কে সুশিক্ষায় বড় করে তুললে ধর্ষণ আটকানো যাবে।
আরও পড়ুন
হাথরস কান্ডের পর সাংবাদিকরা তাঁকে জিজ্ঞেস করে যে কী করলে এই অন্ধকার সময় থেকে বেরোনো যাবে তার উত্তরে বিজেপি বিধায়ক জানান যে ' তিনি বিধায়কের পাশাপাশি তিনি নিজে একজন শিক্ষক ও বটে, তাঁর ধারণা 'মেয়েদের কে যদি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলা যায় তাহলে ধর্ষণ রোধ করা যাবে। সুশাসন এবং ক্ষমতা প্রদর্শন করে ধর্ষণ আটকানো যাবেনা।' উত্তরপ্রদেশ ঘটনায় এমনিতেই যোগী সরকার তুমুল সমালোচিত হচ্ছে, তার ওপর এই মন্তব্য তাদের কে স্বাভাবিক ভাবেই আরও অস্বস্তিতে ফেলেছে।