মুম্বইয়ের নির্মীয়মান ফ্লাইওভারের একাংশ ভেঙে জখম ১৪ শ্রমিক
উদ্ধারকাজে সামিল হয়েছেন পুলিশ ও দমকল
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মুম্বাইয়ের নির্মীয়মান উড়ালপুলের একাংশ। আজ খুব ভোরে বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স মেন রোড ও সান্তা ক্রুজ-চেম্বুর লিঙ্ক রোডকে সংযোগকারী এই ফ্লাইওভারটির একাংশ ভেঙে জখম হয়েছেন চোদ্দো জন শ্রমিক। তবে এখনো পর্যন্ত প্রাণহানির কোনও খবর মেলেনি, জানিয়েছেন ডিসিপি মঞ্জুনাথ সিঞ্জে। ঘটনাটি ভোরে ঘটায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনাস্থলে এসে পৌঁছেছেন মুম্বাই সিটি পুলিশ ও দমকলকর্মীরা। চলছে উদ্ধারকাজ। এই ঘটনায় আহত শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছে সান্তাক্রুজের ভিএন দেশাই হাসপাতালে। তবে ধ্বসে যাওয়া ব্রিজের অংশগুলির নীচে কেউ আটকে পড়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন দমকলের এক আধিকারিক।
সর্বশেষ খবর অনুযায়ী, বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের সূত্র থেকে জানা যাচ্ছে, প্রত্যেক আঘাতপ্রাপ্ত ব্যক্তিরই পরিস্থিতি স্থিতিশীল।