মহারাষ্ট্রের হাসপাতালে অগ্নিকান্ডে মৃত ১০ সদ্যোজাত
চাইল্ড কেয়ার ইউনিটে ভয়াবহতা
মহারাষ্ট্রের বিদর্ভের ভান্ডারার একটি হাসপাতালে শিশুবিভাগে আগুন লাগে গত রাতে। সতেরো জন সদ্যোজাত শিশুর ওই ইউনিটে সাত জনকে উদ্ধার করা সম্ভব হলেও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় বাকি দশজনের। মূলত শর্ট সার্কিট থেকেই অগ্নিসংযোগ বলে অনুমান হাসপাতাল কর্তৃপক্ষের।
হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ খান্ডাটে বলেন রাত দুটো নাগাদ ওই হাসপাতালের নবজাতক বিভাগে আগুন লাগে এবং সাতজনকে উদ্ধার করা গেলেও ১০ টি শিশু প্রাণ হারায়। প্রাথমিকভাবে একজন নার্স গভীর রাতে ওই ওয়ার্ড থেকে ধোঁয়া বেরোতে দেখে তড়িঘড়ি খবর দেন চিকিৎসক ও অন্যান্য হাসপাতাল কর্মীদের। অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করলে চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। আর এই ধোঁয়াতেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ঘটে ১০ শিশুর। দমকলকর্মীরা আসে ও দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধার হওয়া সাতজনকে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। আইসিইউ ওয়ার্ড, লেবার ওয়ার্ড ও ডায়ালিসিস উইঙের রোগীদেরও সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটে জানান এ এক 'হৃদয়বিদারক ট্র্যাজেডি'। সমবেদনা জানানোর পাশাপাশি তদন্তে নেমেছে মহারাষ্ট্র সরকার। পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা সাহায্যও ঘোষণা করা হয়েছে।