কৃষকদের দুটি দাবি মেনে নিলেও, কৃষি আইন প্রত্যাহার করতে নারাজ কেন্দ্র
আগামী ৪ই জানুয়ারী ফের একবার কৃষক ও কেন্দ্রের মধ্যে বৈঠক হতে চলেছে
কেন্দ্র ও আন্দোলনকারী কৃষকদের মধ্যে ষষ্ঠ দফার বৈঠক শেষে কৃষকদের চারটে দাবির মধ্যে কেন্দ্র মেনে নিল দুটো দাবি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বৈঠক শেষে জানিয়েছেন এমনটাই। তবে দুটি দাবি মানলেও কৃষি আইন প্রত্যাহার করার ক্ষেত্রে নারাজ কেন্দ্র। যার ফলে ফের ৪ই জানুয়ারী এই বিষয়ে বৈঠকে বসতে চলেছে দুই পক্ষ।
সূত্রের খবর, এদিন বৈঠকে কৃষকদের কৃষি আইন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়। কৃষকদের চারটি দাবির মধ্যে একটি, কৃষি ক্ষেত্রে বিদ্যুত বিলে যে ভর্তুকি দেওয়া হত তা বজায় রাখতে হবে। এই দাবি সরকার মেনে নিয়েছে। এছাড়াও এয়ার কোয়ালিটি অর্ডিন্যান্স ফিরিয়ে নিতেও রাজি কেন্দ্র। কিন্তু কৃষি আইন প্রত্যাহারের সাথে সাথে MSP নিয়েও কোনরকম সদর্থক সমাধান করতে পারেনি কেন্দ্র।
আন্দোলনকারী কৃষকদের দাবী, উত্তরপ্রদেশে নতুন কৃষি আইন সক্রিয় হওয়ার পর ফসলের দাম ৫০ শতাংশ অব্দি পড়েছে। কৃষকনেতা রাকেশ সিং টিকায়েত জানিয়েছেন, যতদিন কেন্দ্র তাদের সমস্ত দাবি মেনে না নেয় ততদিন তারা দিল্লীর রাজপথে এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন।