কোভিডের ভয়ে ১৫ মাস ‘ঘরবন্ধ’, তারপর –

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/07/2021   শেষ আপডেট: 20/07/2021 11:14 p.m.

প্রতিবেশীর পরিণতি দেখে আগের বছর মার্চ মাস থেকেই ‘সেলফ আইসোলেসনে’ নিজেদের রাখতে শুরু করে এই পরিবার

করোনাকে, কে না ভয় পায়? কিন্ত তা বলে এরকম? শুনলে চমকে ওঠার মত এমন ঘটনারই সাক্ষী রইল অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার কাদালি গ্রাম। কোভিডের সংক্রমণ থেকে বাঁচতে নিজেদের কার্যত ঘরবন্দি করে নিলেন একই পরিবারের পাঁচ সদস্য।

স্ত্রী রুথাম্মা (৪৫), ছেলে চিন্নাবাবু (২৯) ও দুই কন্যা কান্থামানি(৩০) ও রানি(৩২)-কে নিয়ে সংসার কাদালি গ্রামের রাজল মণ্ডলের জন বিনির(৫০)। খবর অনুযায়ী, দরকার প্রয়োজনে বাবা-ছেলে মাঝেমধ্যে বেরলেও, প্রায় ১৫ মাস ঘরের বাইরে একবারের জন্যও বার হয়নি তিন মহিলা। এবং এই কারনেই তিনজন মহিলা সদস্যই শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন।

ঘটনা চাউর হওয়ার পরেই উক্ত তিন মহিলাকে সোমবারই রাজল সরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সুপারিন্টেনডেন্ট একটি বিবৃতিতে জানান, তিনজন মহিলার শরীরেই অপুষ্টির প্রমান স্পষ্ট। তাঁদের শরীরে ভিটামিন ডি এবং বি-কমপ্লেক্স-এরও অভাব স্পষ্ট। সূর্যের আলোর অভাবই যার অন্যতম কারন মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি তাঁদের শরীরে হিমোগ্লোবিন মাত্রাও নেমে গেছে মাত্র ৪ গ্রাম/ডেসিলিটারে(স্বাভাবিক – ১২.৫-১৫.৫ গ্রাম/ডেসিলিটার)। একইসাথে তাঁরা মানসিকভাবেও যথেষ্ট বিপর্যস্ত বলে জানিয়েছে হাসপাতাল মহল।

এ বিষয়ে গ্রামের সরপঞ্ছের কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সূত্রপাত গত বছর মার্চে। প্রতিবেশি এক মহিলার করোনা সংক্রমনেই ভয় পেয়েই এমন কাণ্ড ঘটিয়েছে ওই পরিবার। সর্বপ্রথম এক স্বেচ্ছাসেবকের নজরে এই ঘটনা আসতে তিনি এ বিষয়ে প্রশাসনকে ওয়াকিবহাল করেন। তাঁর মতে, তাঁর নজর এড়িয়ে বিষয়টি চলতে থাকলে ওই মহিলাদের মৃত্যু প্রায় ছিল প্রায় অনিবার্য।