করোনা ভাইরাসে আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/04/2021   শেষ আপডেট: 20/04/2021 4:26 a.m.
মনমোহন সিং www.inc.in

বর্তমানে দিল্লির এইমস হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন

এবারে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সূত্রের খবর অনুযায়ী তাকে সম্প্রতি দিল্লির এইমস হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের দল এই বর্ষীয়ান কংগ্রেস নেতার পর্যবেক্ষণ করছেন। চিকিৎসকের টিম জানাচ্ছে, আপাতত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মোটের উপর স্থিতিশীল রয়েছেন। সোমবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীর হালকা গায়ে জ্বর দেখা যায়। তৎক্ষণাৎ তার করোনা পরীক্ষা করা হয়, এবং সেখানেই রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে প্রাক্তন প্রধানমন্ত্রীর বয়স ৮৮ বছর। তাই এখন তার শারীরিক পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত সকলেই।

করোনা ভাইরাসের টিকার দুটো ডোজ গ্রহণ করেছিলেন তিনি। তারপরে তার ভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহ সকলেই প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। জানিয়ে রাখি সম্প্রতি নরেন্দ্র মোদিকে করোনা মোকাবিলার জন্য ৫টি পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ঠিক তার পরের দিনই তার করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়লো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তার সাথে সাথেই মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, নীতিন গড়করি, অশোক গেহলোট, পি চিদাম্বরম, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ, এন চন্দ্রবাবু নাইডু, অখিলেশ যাদব সহ সকলেই প্রাক্তন প্রধান মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।