শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত প্রাক্তন আইপিএস অফিসার আফতাব আহমেদ খান
মুম্বাই-এর অ্যান্টি টেরোরিজম স্কোয়াড-এর মূল প্রতিষ্ঠাতা আফতাব আহমেদ খানের দেহাবসান ঘটল ৮১ বছর বয়সে
মুম্বাই এর অবসরপ্রাপ্ত পুলিশকর্তা আফতাব আহমেদ খান (Aftab Ahmed Khan) অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (Anti Terrorism Squad) এর মূল প্রতিষ্ঠাতা হিসেবে জনপ্রিয় ছিলেন। গতকাল, ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় তিন দশক আগে, এই অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (ATS) দেশের প্রথম এই ধরনের সন্ত্রাসবিরোধী সংগঠন (Elite force) হিসেবে পরিগণিত হয়েছিল। স্বনামধন্য পুলিশ অফিসার আফতাব আহমেদ তার কয়েক দশকের দীর্ঘ কর্মজীবনে মুম্বাইয়ের (Mumbai) গ্যাংস্টার (Gangstar) এবং সন্ত্রাসীদের (Terrorist) বিরুদ্ধে অসংখ্য কার্যকলাপে (operation) নিযুক্ত ছিলেন। ৮১ বছর বয়স অবধি তিনি তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের সাথেই থাকতেন। খান কয়েকদিন আগে কোভিড -১৯-এ (Covid-19) সংক্রমিত হয়েছিলেন এবং শহরতলির আন্ধেরির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল বলে জানান হাসপাতালের এক কর্মকর্তা। তবে গতকাল বিকেলে তাকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভর্তির আগেই তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানান তিনি।
খান ছিলেন ১৯৬৩-ব্যাচের আইপিএস (IPS) অফিসার (Officer)। ১৯৯৫ সালে মহারাষ্ট্র পুলিশ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। এরপর পুলিশের মহাপরিদর্শক (Inspector General) হিসাবে দায়িত্ব পালন করেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের বিশেষ অস্ত্র ও কৌশল বিভাগের (Special Weapons And Tactics) অনুপ্রেরণায় 1990 সালে মুম্বাই পুলিশে সন্ত্রাসবিরোধী সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়েছিল। খান সাহেবের সহকারী অফিসার অবসরপ্রাপ্ত এসিপি ইকবাল শেখ জানান, "খান সাহেব একজন সাহসী অফিসার ছিলেন। তিনি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিতেন।"