ভয়াবহ ডিনামাইট বিষ্ফোরণে মৃত আট, শোকপ্রকাশ করে সহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/01/2021   শেষ আপডেট: 22/01/2021 9:46 a.m.

কম্পনের তীব্রতায় শিবমোগায় ফাটল রাস্তা থেকে বহুতল

গতকাল রাত সাড়ে দশটা নাগাদ জোরালো কম্পনে ঝনঝনিয়ে ওঠে কর্ণাটকের বেশ কিছু এলাকা। শিবমোগায় ডিনামাইট বিস্ফোরণের জেরে আটজনের মৃত্যু সহ আহত বহুজন। কম্পন ছিল এতটাই তীব্র যে বহু অঞ্চলের মানুষ ভূমিকম্পই সন্দেহ করেন। শব্দজাত কম্পনে ফাটল ধরেছে স্থানীয় রাস্তা, বহুতল এমনকি ক্ষতিগ্রস্ত রাস্তার যানবাহনও।

কী হয়েছিল কাল রাতে? সূত্রের খবর একটি ডিনামাইট বোঝাই লরি শিবমোগার রাস্তা দিয়ে যাওয়ার সময় বীভৎস বিষ্ফোরণে উড়ে যায় লরিটি। শব্দের কম্পনের তীব্রতা এতটাই যে পার্শ্ববর্তী চিকমাগালুর জেলা থেকেও তা অনুভূত হয়। বহু বাড়ির কাচ ভেঙে পড়ে, হুড়মুড়িয়ে রাস্তায় বেরিয়ে আসেন সকলেই। ফুটিফাটা হয়ে গেছে রাস্তাও। এখনো পর্যন্ত আট জনকে মৃত বলে ঘোষণা করলেও বিষ্ফোরণে ছিন্নবিচ্ছিন্ন দেহগুলি শনাক্ত করা যায়নি। গুরুতর আহত হয়েছেন আরো অনেকই তবে মৃতের সংখ্যাও বাড়তে পারে বলেই আশঙ্কা। পুলিশ সহ বম্ব স্কোয়াড হাজির হয়েছে ঘটনাস্থলে। আরও বিষ্ফোরণ ঘটার সম্ভাবনা আছে কিনা, খতিয়ে দেখছে সকলেই। গোটা এলাকা সিল করা হয়েছে ইতিমধ্যেই। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে ট্যুইটে জানান এই দুর্ঘটনায় আহত ও নিহতদের সবরকম সাহায্য করবে রাজ্য সরকার।