ফাইনাল স্টেজের টিকাকরনের আগে চার রাজ্যে শুরু হচ্ছে টিকার ট্রায়াল
আগামী ২৮ এবং ২৯ তারিখ হবে টিকার ড্রাই রান টেস্টিং
কার্যত বলা যেতেই পারে আগামী জানুয়ারি ২০২১ থেকেই ভারতে করোনা টিকাকরন কর্মসূচি পুরোদমে শুরু করতে চলেছে ভারত সরকার। তার আগে দেশের ৪ প্রান্তের ৪টি রাজ্যে হবে এই টিকার ট্রায়াল রান। এই ৪ টি রাজ্যের মধ্যে আছে উত্তরের পাঞ্জাব, দক্ষিণের অন্ধ্রপ্রদেশ, পশ্চিমের গুজরাট এবং পূর্বের অসম। আগামী ২৮ এবং ২৯ ডিসেম্বর হতে চলেছে এই টিকার ট্রায়াল রান। মূল টিকাকরনের আগে প্রস্তুতি পরীক্ষাই হতে চলেছে এই ট্রায়াল রানের মূল লক্ষ্য।
টিকা মজুত কোথায় হবে সেই জায়গা নির্বাচন, স্টোরেজ চেকিং করা, সমস্ত টিকা টিকাকরণ কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে কেন্দ্রে কিভাবে টিকাগ্রহিতা এবং চিকিৎসা কর্মীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা সব কিছু পরীক্ষা করা হবে এই ট্রায়ালে। করোনা সুরক্ষা বিধি পালন থেকে শুরু করে অ্যাপের মাধ্যমে টিকাকরণের তথ্য আপডেট করা, সব কিছুই খতিয়ে দেখা হতে চলেছে এই ট্রায়াল রানের কর্মসূচির অংশ।