লাদাখের হাড়কাঁপানি ঠান্ডায় জওয়ানদের সাথী ডিআরডিও
কেমন আছে সীমান্তরক্ষীরা?
বিনিদ্র রাত্রি যাপনকারী ওই সশস্ত্র সুরক্ষাবাহিনীকেও সুরক্ষিত রাখতে লাগে, বিশেষ করে এই বরফ-মরসুমে যখন শরীরের যেকোনো প্রকার সঞ্চালনও এক প্রকার কঠিন কাজ হয়ে ওঠে। প্রবল শীতে তাদের সুরক্ষিত রাখতে এবং যুদ্ধ ও অনুশীলনের সুবিধার্থে পূর্ব লাদাখের চীন সীমান্তে প্রায় পঞ্চাশ হাজার ভারতীয় জওয়ানকে হিটিং ডিভাইস ও বরফ গলানোর যন্ত্র পাঠাচ্ছে ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
চীন সীমান্তে বেশ দীর্ঘ সময় যাবত সংঘাতের আবহে সেখানের সৈন্য ও অস্ত্রসংখ্যা বৃদ্ধির পাশাপাশি সেনাদের সুস্থ রাখাও অত্যন্ত প্রয়োজনীয় ছিল তাই এদিন ডিআরডিওর ফিজিওলজি ও অ্যালায়েড সাইন্সের প্রধান বলেন সিয়াচেন ও পূর্ব লাদাখ বর্তমানে হিমাঙ্কের নিচে আছে ,তাই ৪২০ কোটি টাকা ব্যয়ে সেখানকার সেনাদলের জন্য হিমতাপক যন্ত্র দেয়া হবে। অন্যদিকে কম তেলেই কার্যক্ষম বুখারি নামক স্পেস হিটিং ডিভাইসের নবতম পরিবেশবান্ধব সংস্করণ বানাচ্ছে ডিআরডিও। বরফ প্রতিরোধী অ্যালক্যাল ক্রিম ও বিশেষ ধরনের জলের বোতলও দেওয়া হবে তাদের।