গোয়ার মুখ্যমন্ত্রীকে ৭২ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে : ডেরেক
ইতিমধ্যেই প্রমোদ সাওয়ান্তের বিরুদ্ধে লাগাতার দুর্নীতির অভিযোগ হেনেছেন প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক
সামনেই গোয়ার নির্বাচন। এর প্রাক্কালে একের পর এক দুর্নীতির অভিযোগে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের বিরুদ্ধে সরব হন গোয়ার প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। গোয়ার বিরোধী দলগুলো আগেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন। এবার তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ানও কড়া ভাষায় সমালোচনা করেন গোয়ার মুখ্যমন্ত্রীর। আসন্ন গোয়ার নির্বাচনে গোয়াতেও নিজেদের অবস্থান পাকা করতে চায় তৃণমূল। এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে পদত্যাগের জন্য 'আলটিমেটাম' দিলেন ডেরেক।
ডেরেকের কথায়, বিজেপির নিয়োগ করা মেঘালয়ের রাজ্যপাল তথা গোয়ার প্রাক্তন রাজ্যপাল বারবার বলেছেন যে গোয়ার মুখ্যমন্ত্রী একটি দুর্নীতিগ্রস্ত সরকার চালান। ওখানকার সমস্ত স্তরেই এই সরকারের দুর্নীতি লক্ষ্যনীয়। তিনি অর্থাৎ প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক কোভিড, রাস্তা নির্মাণ এবং আরো সব বিষয়ে দুর্নীতির কথা বলেছেন।
"মেঘালয়ের রাজ্যপাল সেই সময়কার কথা বলছেন যখন তিনি একবছরের জন্য গোয়ায় ছিলেন। আপনারা কী এই পরিস্থিতিটা বুঝতে পারছেন? আর তিনি দাবি করেছেন যে এই কারণে তাঁকে মেঘালয়ে পাঠানো হয়। তাঁর উচিত ছিল বিজেপি সরকারকে ও মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করা", সত্যপালকেও একহাত নিয়েছেন ডেরেক। তিঁনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "তৃণমূল কংগ্রেস এবং সাথে ১৫ লক্ষ গোয়াবাসীর তরফে আমাদের দাবি যে গোয়ার মুখ্যমন্ত্রীকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে উচ্চমানের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এই অভিযোগের। এটা অত্যন্ত গুরুতর একটা বিষয়। আমার মনে হয় না ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর এমন কোনও ঘটনা ঘটেছে যে একজন রাজ্যপাল মুখ্যমন্ত্রীর দুর্নীতির প্রসঙ্গে মুখ খুলেছেন।"