বাটলা হাউস কাণ্ডে ধৃত আরিজ খানের মৃত্যুদণ্ডের আদেশ আদালতের, সাথে জরিমানা ১১ লাখ টাকা
২০০৮ সালের একটি ধারাবাহিক বিস্ফোরণের পর দিল্লির বাটলা হাউস আশ্রয় নেয় এই মুজাহিদীন জঙ্গি
বাটলা হাউস কাণ্ডে দিল্লি পুলিশ আধিকারিককে হত্যা করার জন্য কিছুদিন আগেই আরিজ খানকে দোষী সাব্যস্ত করা হয়। এরপর আজ অর্থাৎ সোমবার আরিজ খানকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে দিল্লির একটি আদালত। এই কুখ্যাত আরিজ খান ২০০৮ সালের একটি ধারাবাহিক বিস্ফোরণের পর দিল্লির বাটলা হাউস আশ্রয় নেয়। সেখানে জঙ্গিদের সাথে দিল্লি পুলিশের দীর্ঘক্ষন গুলির লড়াই চলে। আর তাতেই জঙ্গিদের গুলিতে প্রাণ হারান মোহনচাঁদ শর্মা নামক এক পুলিশ অধিকারী। এছাড়াও আরো দুজন গুরুতর আহত হন। ২০০৮ সালে ঘটনার পর দিল্লি পুলিশ ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশের আজমগড় থেকে আরিজ খানকে গ্রেফতার করে।
গ্রেফতার করার পর থেকেই চলছিল তার মামলার শুনানি। পুলিশ আদালতে দাবি করেছিল যে একজন পুলিশকর্মীকে এরকম ভাবে হত্যা করার জন্য মুজাহিদীন জঙ্গির ফাঁসি হওয়া উচিত। অন্যদিকে আরিজের আইনজীবী দাবি করেছিলেন যে এই হত্যার ঘটনা পূর্বপরিকল্পিত ছিল না। তবে তার কথায় আমল দেয়নি দিল্লি আদালত। আজ সোমবার অতিরিক্ত সেশন বিচারক সন্দীপ যাদব জানিয়েছেন, আরিজ খানের ফাঁসি হবে এবং সেই সাথে ১১ লাখ টাকা জরিমানা দিতে হবে। সেই জরিমানার ১০ লাখ দ্রুত নিহত পুলিশকর্মী মোহনচাঁদ শর্মার কাছে পৌঁছে দিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই আরিজ খান দিল্লি ছাড়াও জয়পুর, আমেদাবাদে একাধিক বিস্ফোরণকাণ্ডে পিছনে মাস্টারমাইন্ড ছিল।