মোদি সরকারের রাফাল চুক্তিতে গরমিল রয়েছে, তদন্তের দাবি জানাল সিপিআইএম
সিপিআইএমের সঙ্গে যুক্ত রয়েছে কংগ্রেস
কিছুদিন আগেই ৩৬টি রাফাল বিমান ক্রয় করে একেবারে নজির গড়ে দিয়েছিল বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। কিন্তু এবারে সেই রাফাল জেট বিমানের চুক্তি নিয়ে তার উপর প্রশ্ন তুলল কংগ্রেস।তার পাশাপাশি সিপিআইএম যুক্ত হয়েছে কংগ্রেসের সাথে। বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের দাবি, এতগুলি রাফাল বিমান ক্রয় করার সময় মিডিল ম্যানকে যে ১ মিলিয়ন ইউরও পেমেন্ট করতে হয়েছিল, তার ব্যাপারে তদন্ত করা হোক। ফরাসি তদন্ত বিষয়ক পোর্টাল মিডিয়া পার্ট এর একটি রিপোর্ট নতুন করে জল্পনা উসকে দিয়েছে এই ইস্যু নিয়ে। সিপিএমের পলিটব্যুরো একটি বক্তব্যে জানিয়েছে, রাফাল ইস্যু নিয়ে প্রথম থেকেই বিজেপি সরকার তদন্তে বাধা দিচ্ছে। এ থেকে প্রমাণিত হচ্ছে এই রাফাল বিমান ক্রয়-বিক্রয় নিয়ে কিছু একটা সমস্যা তো রয়েছে।"
অন্যদিকে ক্যাগের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে নরেন্দ্র মোদি সরকারের রাফাল বিমান চুক্তি কংগ্রেস সরকারের রাফাল বিমান চুক্তি থেকে ২.৮৬% সস্তা ছিল। যদিও ক্যাগ খুব স্বাভাবিক ভাবেই কোনরকম অসাংবিধানিক এবং আইনবিরুদ্ধ পেমেন্টের ব্যাপারে খোঁজখবর করেনি। আর ক্যাগের এই রিপোর্টকে চ্যালেঞ্জ করে সিপিআইএম হাই লেভেল তদন্তের দাবি জানাচ্ছে।