সামনের সপ্তাহেই মানবশরীরে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন!
প্রাপ্তবয়স্ক এবং প্রবীণদের শরীরে ভালো ফল অক্সফোর্ডের এই টিকার
কোভিডে স্তব্ধ পৃথিবীতে আশার আলো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনার ‘ভ্যাকসিন ক্যান্ডিডেন্ট’ প্রবীণদের শরীরে ভালো ফল দিচ্ছে। করোনা আক্রান্ত হয়ে প্রবীণদের যে সমস্যাগুলি দেখা যায় সেই সমস্যাগুলি কমাতে সক্ষম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই ভ্যাকসিন। পরীক্ষামূলক ভাবে প্রবীণদের উপর এই ভ্যাকসিনের প্রয়োগে উঠে এসেছে এই ফলাফল। করোনায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ বয়স্ক মানুষরাই। মৃত্যুহারও বেশি তাঁদের। এই ভ্যাকসিন প্রবীণদের জন্য স্বস্তির খবর আনছে।
এদিকে ব্রিটেনের প্রথম সারির ট্যাবলয়েড ‘দ্য সান’ দাবি করছে আগামী সপ্তাহ অর্থাৎ ২ নভেম্বর থেকেই নাকি সাধারণ মানুষের উপর প্রয়োগ করা হবে এই ভ্যাকসিন। এইজন্য শহরের একটি হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যদিও সরকারের থেকে এখনও অনুমোদন পায়নি এই ভ্যাকসিন। কিন্তু অনুমোদন পাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েই নাকি ওই হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।