একদিনেই করোনার নতুন আক্রান্ত প্রায় ৫০,০০০! আবারো কি হবে লকডাউন?
পশ্চিমবঙ্গের নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২২ জন
লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের আক্রান্ত সংখ্যা। গত ২৪ কন্টাই সারা দেশে করোনা আক্রান্ত হলেন ৪৩,৮৪৬ জন। অন্যদিকে নতুন করে করোনা ভাইরাসের কারণে মৃত্যু হল ১৯৭ জনের। বর্তমানে সারা দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১ কোটি ১৫ লক্ষ ৯৯ হাজার ১৩০ জন। চিকিৎসাধীন রয়েছেন এখনো পর্যন্ত ৩ লক্ষ ৯ হাজার ৮৭ জন। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৭৫৫ জনের। গত বছরের নভেম্বর মাসের শেষ দিক থেকে করোনাভাইরাস এর প্রভাব অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু, সম্প্রতি করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ আসার পরেই একদিনে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল প্রায় ৫০ হাজারের কাছাকাছি। ফলে এই নতুন স্ট্রেন নিয়ে বেশ চিন্তিত বিশেষজ্ঞ মহল।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনাভাইরাস এর এই দ্বিতীয় ঢেউ আসার মূল কারণ হলো স্বাস্থ্যবিধি উল্লংঘন। তারা আশঙ্কা করছেন, আর কিছুদিনের মধ্যেই আবারও নতুন রেকর্ড তৈরি করবে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ। যদি পরিস্থিতি এরকমই থাকে, তাহলে আবারও ফিরতে চলেছে বছরখানেক আগের সেই ভয়াবহতার দৃশ্য। প্রসঙ্গত, ইতিমধ্যেই ছটি রাজ্যে করোনাভাইরাস থাবা বসিয়ে ফেলেছে। আক্রান্তের নিরিখে এখনো শীর্ষে মহারাষ্ট্র। একদিনে মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১২৬ জন। এর পরেই আছে কেরালা, সেখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৮। কর্নাটকে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৯৮। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৪৩ জন। উদ্বেগ বাড়াচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গেও ইতিমধ্যেই করোনাভাইরাস এর প্রভাব অনেকটা বেড়ে গেছে। আক্রান্ত নিরিখে শীর্ষ রাজ্য গুলির মধ্যে না থাকলেও একদিনে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৪২২। ফলে, আবারও নতুন করে লকডাউনের সিদ্ধান্ত একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।