ভরাডুবি বিজেপির, কর্ণাটকের পুর নির্বাচনে শাসক দলকে ধূলিসাৎ করে জয়লাভ কংগ্রেসের
এই নির্বাচনে বিজেপি পৌঁছে গিয়েছে একেবারে তৃতীয় স্থানে
আগামীকাল সকাল ছয়টা থেকেই ৪ রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গণনা শুরু। বাংলায় বিজেপি নিজের ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেস উল্টোদিকে নিজেদের ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য একেবারেই প্রস্তুত নয়। কিন্তু তারই মধ্যে দেশের শাসক দল বিজেপি এবারে দক্ষিণের একটি রাজ্যে বড়সড় ধাক্কা খেলো। কর্নাটকে পুর নির্বাচনে জয় জয়কার হলো কংগ্রেসের। আর তার ফলেই নতুন করে উজ্জীবিত হয়েছে কংগ্রেস শিবির। কর্নাটকে বিজেপি পরিচালিত বিএস ইয়েদুরাপ্পার সরকারকে ধূলিসাৎ করে দিয়ে কর্ণাটক মিউনিসিপাল কর্পোরেশনের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতল কংগ্রেস।
১০টি পুরসভার মধ্যে মাত্র ১টি দখল করতে পেরেছে শাসক দল বিজেপি। আর ৭টি আসন গেছে কংগ্রেসের ঝুলিতে। অন্যদিকে, সব মিলিয়ে কংগ্রেস জয়লাভ করেছে ১১৯ আসনে। বিজেপি পৌঁছে গিয়েছে একেবারে তৃতীয় স্থানে। বিজেপির আসন সংখ্যা মাত্র ৫৬। পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে এর আগেই ভরাডুবি হয়েছিল ভারতীয় জনতা পার্টির। আর এবারে দক্ষিণের রাজ্য কর্নাটকে ভরাডুবি হলো বিজেপির। অপরদিকে, এই জয় নিয়ে উচ্ছ্বসিত কর্নাটকের কংগ্রেসের প্রধান শিবকুমার। তিনি রাজ্যবাসীকে তাদের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তখন ঘুরপথে জয়লাভ করেছিল বিজেপি। সে বিষয়টি আমজনতার ভালো লাগেনি। তার ফলপ্রকাশ হলো পুরসভা নির্বাচনে।