শত্রুতা ভুলে আবার বন্ধুত্বের হাত বাড়াচ্ছে চীন, ভারতে আসছে করোনা দমনের এইসব নতুন সামগ্রী
চীনের রাষ্ট্রদূত বুধবার সকালে ট্যুইট করে জানিয়েছেন এই কথা
শত্রুতা ভুলে আবার বন্ধুত্বের হাত বাড়ালো ভারতের প্রতিবেশী দেশ চীন। ইতিমধ্যেই করোনা ভাইরাসের কারণে ভারতের অবস্থা নাজেহাল। এই পরিস্থিতিতে ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সান ইউদন বুধবার টুইট করে জানালেন, চীন এবারে ভারতকে ২৫,০০০ অক্সিজেন কনসেনট্রেটর পাঠাতে চলেছে। তবে, আপনাদের জানাই কিছুদিন আগে চীনের থেকে সমস্ত কার্গো প্লেন আসা বন্ধ করে দেওয়া হয়েছিল ১৫ দিনের জন্য। আমেরিকার তরফ থেকে জানানো হয়েছিল, ভারতকে সাহায্য করার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেবে আমেরিকা। অন্যদিকে মঙ্গলবার বাইডেন ট্যুইট করে জানিয়েছেন ভারতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ঔষধ Remedisivir (রেমেডিসিভির) পাঠাতে চলেছে আমেরিকা।
চীনের একটি সরকারি সংবাদমাধ্যম থেকে জানানো হয়েছিল, ভারতের সঙ্গে পশ্চিমী দেশগুলির সখ্যতা কার্যত শুধুমাত্র লোক দেখানো। কিন্তু তারপরেই আমেরিকা, ব্রিটেন সহ অন্যান্য দেশগুলি ভারতকে সাহায্য করতে এগিয়ে আসে। তারপর আবার চীনের তরফ থেকে কার্গো বিমান বন্ধ করে দেওয়া হয় হঠাৎ করে। যার জেরে সমগ্র বিশ্বে চাপে পড়ে গিয়েছিল চীন। তাই সবদিক থেকে পরিস্থিতি ঠিকঠাক করতে চীন-ভারতের জন্য অক্সিজেন কনসেনট্রেটর পাঠানোর সিদ্ধান্ত নিল। চীন জানিয়েছে, এই সমস্ত সরঞ্জাম খুব দ্রুত ভারতে পাঠানোর ব্যবস্থা করছে তারা। সেই দেশের কর্মীরা দ্রুত কাজ করে ভারতে এই সমস্ত জিনিস পাঠানোর পরিকল্পনা গ্রহণ করছেন।