খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্যবৃদ্ধির ঘোষণা কেন্দ্রের, স্বস্তিতে কৃষকরা
নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কৃষক নেতার বৈঠকের পরই কেন্দ্র বড়সড় সিদ্ধান্ত নিয়েছে
গত বছরের ২৬ নভেম্বর থেকে দিল্লির (Delhi) রাজপথে দেশের কৃষকরা তাদের অধিকারের জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। তাঁদের প্রধান দুই দাবী হল কৃষি আইন প্রত্যাহার ও শস্যের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনে পরিণত করা। প্রায় ৮ মাস ধরে কৃষক আন্দোলন চলার সময় বারংবার কেন্দ্রের সাথে সংযুক্ত কিষান মোর্চার নেতাদের বৈঠক হলেও আদতে কোন লাভ হয়নি। কিন্তু গতকাল কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait) বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাথে নবান্নে একটি বৈঠক করেন। সেই বৈঠকের পরই কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র (Central Government)। গতকাল অর্থাৎ বুধবার থেকে বেশকিছু খারিফ শস্যের রিটার্ন ওভার কস্ট বাড়ানো হল ৫০ থেকে ৮৫ শতাংশ।
গতকালের কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ MSP ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গম, জোয়ার, বাজরা, রাগী, মুগ ডাল ও অড়হড় ডাল সহ বেশকিছু খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বিক্রয়মূল্যে ব্যাপক রদবদল করা হয়েছে। গত বছর এই শস্যের ন্যূনতম সহায়ক মূল্য ছিল কুইন্টাল প্রতি ২ হাজার ১৫০ টাকা। তা গতকালের সিদ্ধান্তের পর বৃদ্ধি পেয়ে হয়েছে ২ হাজার ২৫০ টাকা। রিটার্ন ওভার কস্ট বৃদ্ধি পেয়েছে ৮৫ শতাংশ। এই বিষয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, "আমরা সংসদে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়েছি ন্যূনতম সহায়ক মূল্য যেমন চলছে তেমনি বজায় থাকবে। এমএসপি নিয়ে অনেকেই অনেক রকম ভান্ত ধারণা তৈরি করতে চাইছে। আরও একবার জানিয়ে দিই এমএসপি একটি ধারাবাহিক বিষয়। সময়ের সঙ্গে এর মান বৃদ্ধি পায়। এই বিষয়ে দ্বিমতের কোন জায়গা নেই।"