১০০ কোটির বিনিময়ে সাংসদপদ বিক্রি! প্রতারকদের পর্দাফাঁস সিবিআইয়ের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/07/2022   শেষ আপডেট: 25/07/2022 10:04 p.m.
-

ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অপরাধে চারজনকে গ্রেপ্তার করেছে সিবিআই

১০০ কোটি ফেলুন আর হয়ে যান রাজ্যসভার সাংসদ। আর‌ও টাকা আছে? তবে হতে পারেন রাজ্যপাল‌ও। হ্যাঁ, এভাবেই দামেদরে বিকোচ্ছে সরকারি পদ। টাকার বিনিময়ে হতে পারেন সরকারি সংস্থার চেয়ারম্যান। মহারাষ্ট্রের এক ব্যক্তি এই রকম‌ই টোপ দিতেন অর্থবান মানুষদের। শেষমেষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফাঁস করল এই প্রতারণা চক্রের পর্দাকে।

ইতিমধ্যেই চারজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিবিআই। সুত্রের খবর, তাদের নাম মহারাষ্ট্রের কমলাকর প্রেমকুমার বন্দগর,কর্ণাটকের বাসিন্দা রবীন্দ্র বিঠাল নায়েক এবং দিল্লির বাসিন্দা মহেন্দ্র পাল অরোরা এবং অভিষেক বোরা। এদের মধ্যে কমলাকর এবং অভিষেক বোরাই ষড়যন্ত্রের মাথা। প্রেমকুমার সরকারি আধিকারিকদের চিনতেন। সেইমতো নিজেদের যোগাযোগ কাজে লাগিয়ে টার্গেট করতেন ধনবান লোভী ব্যক্তিদের।

দায়ের করা অভিযোগ অনুযায়ী জানা গিয়েছে, নিজেকে সিবিআই আধিকারিক হিসেবে পরিচয় দিতেন প্রেমকুমার। বাকিরা ক্লায়েন্ট খুঁজে আনতেন। এরপর রাজ্যপাল, রাজ্যসভার সাংসদ, সরকারি সংস্থায় চেয়ারম্যান পদের টোপ দিয়ে মোটা টাকা হাতাতেন। কাজের সুবিধার্থে স্থানীয় পুলিশদের‌ও মুঠোয় ধরে রেখেছিলেন ঘুষ দিয়ে এমনটাই খবর। বিগত কয়েক সপ্তাহ যাবৎ ফোনে আড়ি পেতে সিবিআই তাদের ট্র্যাক করেছে। আর শেষমেষ হাতেনাতে ধরে ফেলল অভিযুক্তদের।