‘স্বচ্ছ ভারতে’র এ কী হাল!

শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: 26/09/2020   শেষ আপডেট: 05/10/2020 8:57 p.m.

স্কুলে শৌচাগারের বেহাল দশা উঠে এল সিএজি রিপোর্টে

শিক্ষা মন্ত্রকের একটি প্রকল্প অনুযায়ী রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি সরকারি স্কুলে যে শৌচাগার তৈরি করেছে, সেগুলি সম্পর্কে নমুনা সমীক্ষা চালিয়েছে সিএজি৷ গত বুধবার সংসদে সে বিষয়ে রিপোর্ট পেশ করেছে তারা। রিপোর্টে দেখা যাচ্ছে, সমীক্ষা করা হয়েছে দু হাজারেরও বেশি যে স্কুলে, তার প্রায় ৫০ শতাংশেই শৌচাগারগুলির বেহাল দশা৷ খাতায়–কলমে থাকলেও বহু স্কুলে বাস্তবে শৌচাগারের অস্তিত্বই নেই৷ যেখানে শৌচাগার আছে, সেখানে জলের ব্যবস্থা নেই৷ সহ–শিক্ষামূলক স্কুলগুলিতে নেই ছাত্রীদের জন্য আলাদা শৌচাগার৷

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক, যার বর্তমান নাম শিক্ষা মন্ত্রক ‘স্বচ্ছ বিদ্যালয় অভিযান’ প্রকল্পে সরকারি স্কুলে শৌচাগার গড়ে দিতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সাহায্য চেয়েছিল৷ ৭টি সংস্থা প্রায় ১ লক্ষ ৩০ হাজার ৭০৩টি শৌচাগার তৈরির জন্য ২১৬২ কোটিরও বেশি টাকা খরচ করেছিল৷

wiki/Swachh_Bharat_Mission

এই প্রকল্পের অবস্থা খতিয়ে দেখতে ১৫টি রাজ্যের ২০৪৮টি স্কুলে নমুনা সমীক্ষা চালিয়েছে সিএজি৷ রিপোর্টে দেখা যাচ্ছে, ৮৩টি শৌচাগার তৈরিই হয়নি, ৮৬টির কাজ বাকি পড়ে আছে৷ বাকিগুলির মধ্যে ৩০ শতাংশ অপরিচ্ছন্নতা ইত্যাদি কারণে ব্যবহারযোগ্য নয়৷ আর ৭০ শতাংশেরও বেশি শৌচাগারে জলের ব্যবস্থাই নেই৷ ১৯৬৭টি কো–এড স্কুলের মধ্যে ৯৯টিতে যথাযথ শৌচাগার নেই, ৪৩৬টিতে নেই ছাত্র ও ছাত্রীদের আলাদা শৌচাগার৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত’ অভিযানে সামিল হয়ে গোটা দেশ জুড়ে কী ভাবে শৌচাগার তৈরি ও তা ব্যবহার চলছে, তা নিয়ে বিপুল টাকা ব্যয়ে অসংখ্য বিজ্ঞাপন তৈরি করেছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু বাস্তব ভারত কতখানি অস্বচ্ছ ও অপরিষ্কার, সিএজি–র এই রিপোর্ট তুলে ধরল সে কথা৷