২০ বছরের রেকর্ড ভাঙল! গ্রেপ্তার হলেন ক্যাবিনেট মন্ত্রী নারায়ণ রানা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/08/2021   শেষ আপডেট: 24/08/2021 5:04 p.m.
twitter.com/MeNarayanRane

উদ্ভব ঠাকরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে

মোদি সরকারের ক্যাবিনেট মন্ত্রী নারায়ন রানাকে (Narayan Rane) আজ গ্রেফতার করল মহারাষ্ট্র (Maharashtra) পুলিশ। তিনি চলতি বছরের জুলাই মাসে অতিক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পোদ্যোগী মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন। ক্যাবিনেট মন্ত্রী নারায়ন রানা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের (Uddhav Thackeray) বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন। সেইজন্য রানার বিরুদ্ধে আজ মঙ্গলবার মহারাষ্ট্রের তিন জায়গা যথা রায়গড়, পুনে এবং নাসিকে এফআইআর দায়ের করা হয়। আসলে তিনি গত সোমবার একটি বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, "এটা অত্যন্ত লজ্জাজনক যে, মুখ্যমন্ত্রী ভারত স্বাধীন কোন সালে হয়েছে তা জানেন না। তিনি নিজের বক্তব্যের সময় গুনে গুনে বলতে পারলেন না স্বাধীনতার কত বছর হয়েছে। পিছনের মানুষকে জিজ্ঞেস করছিলেন তিনি। আমি ওখানে থাকলে সপাটে একটা চড় মারতাম।" উদ্ভব ঠাকরেকে চড় মারার মন্তব্য করতেই মহারাষ্ট্রে সমালোচনার ঝড় শুরু হয়। শিবসেনা যুব সংগঠন কর্মীরা কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে থানায় থানায় এফআইআর দায়ের করে। আর তার পরিপ্রেক্ষিতেই পুলিশ নারায়ন রানাকে গ্রেফতার করার জন্য তাঁর বাড়ির সামনে পৌঁছে যান। প্রসঙ্গত উল্লেখ্য, শেষ ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো ক্যাবিনেট মন্ত্রী গ্রেফতার হলেন।

আসলে রানার বক্তব্যের পর থেকেই মহারাষ্ট্রের পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। আজ সকালে শিবসেনা বাহিনী রানার অফিসের দিকে মিছিল নিয়ে গেলে রাস্তার মাঝেই বিজেপি কর্মীদের সাথে খন্ডযুদ্ধ বেধে যায়। এরপরই শিবসেনার তরফে পুলিশের কাছে অভিযোগ জানানো হয় যে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ন রানার প্ররোচিত বক্তব্য মহারাষ্ট্র অশান্তি সৃষ্টি করছে। আর সেই ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করতে যায়। রানার আইনজীবী জানিয়েছেন যে পুলিশ ইতিমধ্যেই দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এবং গ্রেফতার করার জন্য অপেক্ষা করছে। প্রসঙ্গত উল্লেখ্য, নারায়ন রানা বাল ঠাকরের নেতৃত্বে শিবসেনার কর্মী হিসেবে কাজ করতেন। তারপর ২০০৫ সালে ঠাকরে পরিবারের সাথে বিরোধের কারণে তিনি কংগ্রেস পার্টিতে যুক্ত হন। সেখানেও তিনি বেশীদিন ছিলেন না। ২০১৭ সালে তিনি কংগ্রেস ছেড়ে ছেলেদের সহায়তায় বিজেপিতে যোগদান করেন।