প্রবীণদের বাড়িতে গিয়ে টিকা দিলে সংক্রমণ কমত, কেন্দ্রকে ভৎসর্না বোম্বে হাইকোর্টের
বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি একটি মামলার শুনানি চলাকালীন কেন্দ্রকে উদ্দেশ্য করে এই কথাগুলি বলেন
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে একেবারে কাবু হয়ে গিয়েছে ভারত। বিরোধীদের একের পর এক আক্রমণের কেন্দ্রবিন্দু কেন্দ্রীয় সরকার। তার পাশাপাশি অক্সিজেন এবং একাধিক ইস্যুতে সুপ্রিমকোর্ট এবং বিভিন্ন হাইকোর্টের ভৎসর্নার মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। তার সঙ্গেই এবারে বোম্বে হাইকোর্টের সরাসরি তিরস্কার কেন্দ্রীয় সরকারকে। ইস্যু প্রবীণদের টিকাকরন। শুনানি চলাকালীন বোম্বে হাইকোর্ট সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে জিজ্ঞাসা করে, কেনো কেন্দ্রীয় সরকার প্রবীনদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের টিকাকরণ করে আসেনি। তাদের মতামত তাহলে সংক্রমনের সংখ্যা কিছুটা হলেও কমানো যেত।
বুধবার প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এই খবরটি আমাদের জানিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কি সাফাই দেওয়া হয়েছে তা নিয়ে কোনো কিছু আমরা জানতে পারিনি। করোনা ভাইরাস এর জেরে সারা দেশের অবস্থা একেবারেই বেহাল। ভারতের বেশকিছু রাজ্যে অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যু হচ্ছে। ভ্যাক্সিনেশন শুরু হলেও সংক্রমনের সংখ্যা কিন্তু একেবারেই কমতে চাইছে না। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ১ দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪২০৫ জনের। এখনো পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩ লাখ ৫৫ হাজার ৩৩৮ জন করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন।