নজরে নির্বাচন! দিল্লিতে জাতীয় স্তরের নেতাদের নিয়ে বৈঠকে বিজেপি
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও
রাজ্যগুলিতে আসন্ন বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর কষে ময়দানে নেমে পড়ল ভারতীয় জনতা পার্টি। রবিবার দিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে জাতীয় নির্বাহী বৈঠকে আসীন হলেন বিজেপির কেন্দ্রীয় স্তরের হেভিওয়েটরা।
সূত্রের খবর, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গড়করি, পীযূশ গোয়েল, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ প্রমুখ। সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আদবানি, মুরলী মনোহর যোশীর মতো বয়ঃজ্যেষ্ঠ নেতারা।
দেখে নেওয়া যাক বৈঠক সম্বন্ধীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য,
আরও পড়ুন
- ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে এটিই প্রথমবারের জন্য জাতীয় স্তরে বৈঠক বিজেপির।
- বৈঠকের সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। উপসংহার বক্তৃতা দিয়ে বৈঠক সমাপ্ত করেন প্রধানমন্ত্রী।
- বক্তব্যের শুরুতেই কোভিড মোকাবিলায় প্রধানমন্ত্রীর অবদানের ভূয়সী প্রশংসা করেন নাড্ডা।
- রাজ্যগুলিতে সাম্প্রতিক নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোটের পরিমাণ বেড়েছে বলেও জানান তিনি।
- নাড্ডা জানান, দেশের ইতিহাসে মোদীই একমাত্র প্রধানমন্ত্রী যিনি কৃষকদের স্বার্থের কথা ভেবেছেন।
- দেশে ১০০ কোটির বেশি কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্যও কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
- বিজেপির সর্বভারতীয় সভাপতি এও জানান, দলের কার্যকারিতা এখনো তার সর্বোচ্চ শিখরে পৌঁছায়নি। তৃনমূল স্তরের মানুষদের কাছে পৌঁছে যাওয়াই তাঁদের বর্তমান লক্ষ, এমনটাই জানান কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও।
- আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্তরের মোট ১২৪ জন নেতা।
- সকল বিজেপি শাসিত রাজ্যগুলির মূখ্যমন্ত্রী এবং উপ-মূখ্যমন্ত্রীরাও এদিন সভায় ভার্চুয়ালি প্রতিনিধিত্ব করেন বলে সূত্রের খবর।
- করোনা মহামারীতে যারা প্রান হারিয়েছেন তাঁদের প্রতি শোকজ্ঞাপন কর্মসূচিও নেওয়া হয় এদিনের বৈঠকে।
- ব্যবস্থা করা হয়েছে এক্সিবিশনেরও, যেখানে মোদী সরকার গৃহীত সমস্ত কর্মসূচির প্রদর্শন করা হবে।
- উত্তরপ্রদেশ, গুজরাট-সহ সাত রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২২-এ। তাই আসন্ন নির্বাচনে লড়াইয়ের স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে।