করোনা প্যান্ডেমিকে খুশির খবর, ভারত বায়োটেক কমালো কো-ভ্যাকসিনের দাম
দেখে নিন রাজ্য সরকারের জন্য এবারে কত দামে পাওয়া যাবে এই ভ্যাকসিন
কো ভ্যাকসিন নির্মাতা ভারত বায়োটেক বৃহস্পতিবার ঘোষণা করে দিল তারা এবারে তাদের ভ্যাকসিনের দাম অনেকটা কমাতে চলেছে। আগের সপ্তাহ পর্যন্ত রাজ্য সরকারের জন্য এই ভ্যাকসিনের দাম ছিল প্রতি ডোজ পিছু ৬০০ টাকা। কিন্তু বৃহস্পতিবার জানা যাচ্ছে, ভারত বায়োটেক তাদের ভ্যাকসিনের দাম কমিয়ে ৪০০ টাকায় নিয়ে এসেছে। এই দাম রাজ্য সরকারের জন্য ধার্য করা হয়েছে। তার কিছুদিন আগেই সেরাম ইনস্টিটিউট তাদের ভ্যাকসিনের দাম রাজ্য সরকারের জন্য ৩০০ টাকায় নিয়ে এসেছিলো। একটি বিবৃতিতে ভারত বায়োটেক জানিয়েছে, "বর্তমানে আমাদের চারিদিকে একটি অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে এবং জনস্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা আমাদের CoVaxin এর রাজ্য সরকারের জন্য প্রতি ডোজ পিছু ৪০০ টাকা করতে চলেছি।"
ভারত বায়োটেক জানিয়েছে, "আমরা আপনাদের কম খরচের মধ্যে সবথেকে ভালো করোনা ভ্যাকসিন অফার করছি এবং আশা রাখছি যেন ভারত খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আগের বছর থেকে ভারত বায়োটেক টিম নির্ভয় ভাবে সার্স-কোভ-২ ভাইরাস স্ট্রেন নিয়ে কাজ করছিল। বহু চ্যালেঞ্জ এবং প্রতিকুলতাকে অতিক্রম করে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি।" আইসিএমআর এর সঙ্গে মিলে ভারত বায়োটেক তৈরি করেছে CoVaxin যা বর্তমানে ভারতের করোনা প্রতিরোধে অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠেছে। পাশাপাশি বর্তমানে রাশিয়ার স্পুটনিক' ভি ভ্যাকসিনটি আপৎকালীন কাজে ব্যবহার করা হচ্ছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী আগামী মে মাস নাগাদ স্পুটনিক' ভি এর প্রথম ডোজ ভারতে আসছে।