৩১ মার্চের মধ্যে আধার লিঙ্ক না হলে বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্টঃ নির্মলা সীতারমণ
যত দ্রুত সম্ভব লিঙ্ক করতে হবে প্যান কার্ডও
ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় মঙ্গলবার উপস্থিত হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্পষ্ট করে দিলেন, ২০২১ সালের ৩১ মার্চের মধ্যে কোন নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তাঁর আধার কার্ড লিঙ্ক প্রক্রিয়া সম্পূর্ণ না হলে, বন্ধ করে দেওয়া হবে সেই অ্যাকাউন্ট। আধার কার্ডের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ডের লিঙ্কিংও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কেন্দ্র এ বিষয়ে এবার অত্যন্ত কড়া নজরদারি চালাবে, তাও পরিষ্কার করে দেন তিনি।
নির্মলা সীতারমণের কথায়, দেশ জুড়ে যে ডিজিটাল লেনদেন এবং অর্থনৈতিক ব্যবস্থা চালু করার উপক্রম করছে সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রক, তাতে প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার ও প্যান কার্ড লিঙ্ক করা অত্যন্ত প্রয়োজনীয়। আর তাই, এই প্রক্রিয়ায় আর ঢিলেমি করতে রাজি নয় সরকার।
অর্থমন্ত্রী এদিন সভায় বলেন, দেশের অধিকাংশ মানুষই ডিজিটাল লেনদেন ব্যবস্থায় অভ্যস্ত নন। তাঁদের জড়তা কাটাতে এবং এই ব্যবস্থা সম্পর্কে তাঁদের সম্যক ধারণা দিতে এগিয়ে আসতে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষদেরই।