বছরের শুরুতেই দুঃসংবাদ! বৈষ্ণোদেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১২
ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃত এবং আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ ঘোষণা
বছরের শুরুতেই দুঃসংবাদ! জম্মু-কাশ্মীরের কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ১২ জনের। গুরুতর আহত আরও ১৩ জন। সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাছাড়া মন্দির চত্বরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।
ঠিক কী ঘটেছিল এদিন? সূত্রের খবর, প্রতি বছর ৩১ ডিসেম্বর বছরের শেষদিন এবং ১ জানুয়ারি বছরের প্রথমদিন এই বৈষ্ণোদেবী মন্দিরে মানুষের সমাগম বাড়তে থাকে। সেই উদ্দেশ্যেই বহু মানুষ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এমন অবস্থায় রাত ২ টো ৪৫ নাগাদ দু'পক্ষের মধ্যে তীব্র বচসা হয় বলে খবর। দু'পক্ষ হঠাৎ-ই একে অপরের দিকে তেড়ে যান। আর তার ফলেই এই পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে খবর।
এমন ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করেছেন। তিনি এক টুইট বার্তায় বলেছেন, মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের ঘটনায় আমি শোকাহত। মৃতের পরিবারের লোকজনদের প্রতি সমবেদনা জানাই।আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ঘটনায় মৃত ব্যক্তিদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। বছরের শুরুতে এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ।