যোগাসন এবং আয়ুর্বেদের ডবল ডোজ নিচ্ছি, আমার করোনা টিকা লাগবেনা, নির্ভীক রামদেব
আরো একবার এ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন বাবা রামদেব
যোগাসন এবং আয়ুর্বেদিকের ডবল ডোজ নেওয়া রয়েছে, তাই কোন রকম করোনা টিকা লাগবেনা, আজ এমনটাই দাবি করলেন যোগগুরু বাবা রামদেব। কিছুদিন আগে এলোপ্যাথির বিরুদ্ধে তোপ দেগে বাবা রামদেব বলেছিলেন, সারা বিশ্বের আয়ুর্বেদের গ্রহণযোগ্যতা আর কিছুদিনের মধ্যেই বাড়তে চলেছে। আর আজকে তিনি বললেন, বহু বছর ধরে তিনি যোগাসনের ডবল ডোজ নিয়ে চলেছেন। তাই তার কোন রকম করোনা টিকা প্রয়োজন নেই। বাবা রামদেব অভিযোগ করেছেন, গোটা বিশ্ব তথা ভারতের সকল মানুষ আয়ুর্বেদকে উপেক্ষা করে। তাদের বিরুদ্ধে তোপ দেগে তিনি আশা রেখেছেন, এমন একদিন আসবে যেদিন ১০০ কোটি ভারতীয় এবং সমগ্র বিশ্বের মানুষ আয়ুর্বেদকে গ্রহণ করবেন।
তার বক্তব্যে বাবা রামদেব বলেছেন, "আমি বিগত বেশ কয়েক দশক ধরে যোগাসন এবং আয়ুর্বেদের ডবল ডোজ নিয়ে আসছি। আয়ুর্বেদ আমার জন্য যথেষ্ট। আমার কোনরকম অ্যালোপ্যাথি ওষুধ প্রয়োজন নেই। ১৫ মাস ধরে অ্যালোপ্যাথি চিকিৎসা করছে করোনার। এত মানুষের মৃত্যু প্রমাণ করে দিয়েছে অ্যালোপ্যাথি সম্পূর্ণ চিকিৎসা করতে পারে না। এই কারণে আমি মনে করি আয়ুর্বেদ এর গুরুত্ব ধীরে ধীরে বাড়বে। একটা সময় আসবে যখন গোটা বিশ্ব আয়ুর্বেদকে স্বীকৃতি দেবে।" প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল রামদেব এলোপ্যাথিক চিকিৎসা নিয়ে এমন কিছু মন্তব্য করেছিলেন যা অত্যন্ত নিন্দনীয়। তার পাশাপাশি অন্য একটি ভিডিওতে করোনা ভাইরাসের টিকার কার্যকারিতা নিয়ে সরব হয়েছিলেন যোগগুরু। আর এই ভিডিও নিয়ে অত্যন্ত ক্ষুব্দ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্তারা। ইতিমধ্যেই আইএমএর তরফ থেকে যোগগুরু বাবা রামদেবকে একটি নোটিশ পাঠানো হয়েছে।