চলছে পাঁচ রাজ্যের ভোটগণনা, উত্তরপ্রদেশে ফের সরকার গড়ার পথে বিজেপি
পাঞ্জাবেও কংগ্রেসকে সরিয়ে সরকার গড়ার পথে আপ, জোর লড়াই গোয়া, মণিপুরে
উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মনিপুরে চলছে বিধানসভা নির্বাচনের (assembly election) ফলগণনা। রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশের (Uttarpradesh) দিকে নজর রয়েছে পুরো দেশের। মনে করা হচ্ছে, উত্তরপ্রদেশের ফলাফলের উপরেই অনেকটা নির্ভর করছে ২০২৪ সালে লোকসভা ভোটের ফলাফল। আর এদিনের ভোট গণনার শুরু থেকেই সে রাজ্যে এগিয়ে থেকে ফের সরকার গড়ার পথে বিজেপি (BJP)।
উত্তরপ্রদেশের ৪০৩ টি আসনের মধ্যে ২৪২ টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। যেখানে অনেকটাই পিছিয়ে কেবলমাত্র ১০৭ আসনে এগিয়ে রয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (SP)। বহুজন সমাজ পার্টি (BSP) এগিয়ে রয়েছে কেবলমাত্র সাতটি আসনে। কংগ্রেস (Congress) ৪টি এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে ৩টি আসনে। ভোটের আগে একাধিক গুরুত্বপূর্ণ প্রার্থীর দলবদল এবং সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির চাপের মাঝে কিছু সময়ের জন্য হলেও মনে করা হয়েছিল, উত্তরপ্রদেশে এবারে চাপে পড়তে পারে যোগী সরকার। কিন্তু এদিনের ফলাফলে খুব শীঘ্রই সেই সমস্ত হিসাব উল্টো প্রমাণিত হতে চলেছে, অন্তত তেমনটাই বলছে প্রাথমিক ট্রেন্ড।
গোয়ার ফলাফলে এগিয়ে কংগ্রেস। সে রাজ্যের এখনো পর্যন্ত ১৮টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। যেখানে ১৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ভোটের আগে বাংলা থেকে সেখানে বারবার ছুটে যাওয়া তৃণমূল এগিয়ে রয়েছে ৪ আসনে। গোয়াতে সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করেছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও (AAP)। কিন্তু তারা আপাতত ১টি আসনেই এগিয়ে গোয়ায়।
উত্তরাখণ্ড এবং মনিপুরে জোর টক্কর চলছে বিজেপি এবং কংগ্রেসের। উত্তরাখণ্ডে এখনো পর্যন্ত ৩৪ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি যেখানে ৩৩ টি আসনে এগিয়ে থেকে বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস। অন্যদিকে উত্তর-পূর্বের রাজ্য মনিপুরে বিজেপি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে ২৩টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ১১টিতে।
এক্সিট পোলের হিসাব সত্যি করে প্রাথমিক গণনায় পাঞ্জাবে জয়ের হাওয়া আম আদমি পার্টির দিকে। এখনো পর্যন্ত পাঞ্জাবে ৯০ টি আসনে এগিয়ে থেকে বাকিদের থেকে অনেকটাই আগে আপ। সেখানে কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ১৯ আসনে। শিরোমনি আকালি দল এগিয়ে রয়েছে কেবলমাত্র ২টি আসনে। মাত্র ৩ আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
যদিও গণনার এখনো অনেক বাকি। মাঝপথে উল্টে যেতে পারে রাজনীতির সমীকরণ। তবুও প্রাথমিক ফলাফলের ভিত্তিতে যা দেখা যাচ্ছে, তাতে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব, এই দুই রাজ্যের অন্তিম ফলাফল কার্যত নিশ্চিত। ২০১৭ সালে বিপুল জয়ের পর ফের বহুমত নিয়ে উত্তরপ্রদেশে আসতে চলেছে যোগী সরকার। অন্যদিকে পাঞ্জাবে দীর্ঘদিনের কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসতে চলেছে আম আদমি পার্টি।