কাশ্মীরে সেনার বড় সাফল্য, ফের খতম ৩ জঙ্গি
শুক্রবার ৭ জঙ্গি খতমের পর আবারও ২ দিনের মাথায় ৩ জঙ্গি খতম
কাশ্মীরে ফের সেনা জঙ্গি লড়াইয়ে সাফল্য পেল ভারতীয় সেনা। বেশ কয়েক দিন ধরে উত্তপ্ত কাশ্মীর। শনিবার রাতে ফের ৩ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনার যৌথবাহিনী। পুলিশের তরফে জানানো হয়েছে শনিবার রাতে প্রথমে ১ জন জঙ্গির মৃত্যুর পর আরও ২ জন মারা গেছে। উল্লেখ্য, ২ দিন আগেই কাশ্মীরের সোপিয়ানে ৭ জন জঙ্গি খতম করেছিল সেনা। গতকালের ঘটনায় আবারও সাফল্য পেল ভারতীয় সেনা।
যৌথবাহিনীর কাছে আগে থেকেই খবর ছিল। তাই শনিবার রাতে সোপিয়ান জেলার হাদিপোরার একটি অঞ্চল কার্যত সেনা দিয়ে ঘিরে ফেলা হয়। বেগতিক দেখে সেনার উপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিদল। তবে অল্প সময়ের ব্যবধানে এক জঙ্গি মারা পড়ে এবং তারপর আরও ২ জন জঙ্গির মৃতদের উদ্ধার হয়। স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছে, গত কয়েক দিন ধরেই বিভিন্ন এলাকায় জঙ্গি সংগঠন গুলির তৎপরতা বাড়ায় সরকার চিন্তিত হয়ে পড়েছিল। বর্তমানে সেনার তরফে জঙ্গিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তারপরও বেশকিছু যুবক জঙ্গি সংগঠনে নাম লেখানোয় প্রশাসনের তরফে নানা উদ্যোগ নেওয়ার প্রক্রিয়া চলছে। সে দিক থেকে এই জঙ্গি খতম অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন একাংশ।