ছত্তিশগড়ের নকশাল হামলার মোকাবিলায় হাই লেভেল সিকিউরিটি বৈঠক অমিত শাহের
আসামের নির্বাচনী প্রচার কাটছাঁট করে তড়িঘড়ি এই বৈঠক করতে দিল্লি পৌঁছলেন অমিত শাহ
ছত্তিশগড়ে নকশাল হামলায় ২২ জন সুরক্ষা কর্মীর মৃত্যু নিয়ে একেবারে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি হাই লেভেল মিটিং ডাকলেন যার মূল বিষয়বস্তু ছিল ছত্রিশগড়ের নকশাল হামলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, ইন্টেলিজেন্স ব্যুরো ডাইরেক্টর অরবিন্দ কুমার এবং স্বরাষ্ট্র দপ্তর ও সিআরপিএফের বেশ কয়েকজন কর্মী এই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। শনিবার কমপক্ষে ২২ জুন সুরক্ষা কর্মীকে হত্যা করা হয়েছিল ছত্তিশগড়ে। সেই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল নকশাল হামলা। শনিবার ছত্রিশগড় থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয় এবং বাকি গুলি উদ্ধার করা হয় রবিবার সকালে।
এই পরিস্থিতির মধ্যে জরুরী ভিত্তিতে আসামের নির্বাচনী প্রচার পর্ব কাটছাঁট করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি ফিরে আসেন এই হাই লেভেল বৈঠকে যোগ দেওয়ার জন্য। ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে তিনি একটি দীর্ঘ বৈঠক করেন এবং সেই রাজ্যের বর্তমান পরিস্থিতির ব্যাপারে জানতে চান। জানা যাচ্ছে এই রাজ্যের সিআরপিএফের কোবরা ইউনিটের বেশ কয়েকজন, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্কফোর্স এর বেশ কয়েকজন এই নিহত ২২ জনের মধ্যে ছিলেন। যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নকশাল দমন করতে চাইছে কেন্দ্রীয় সরকার, এমনটাই ঘোষণা করেছে স্বরাষ্ট্র দপ্তর।