করোনা চিকিৎসায় মহারাষ্ট্রের অক্সিজেন আম্বানি !
প্রাণবায়ুর ঘাটতি এবার পূরণ হবে রিলায়েন্সের শোধনাগার থেকেই
দেশজুড়ে করোনা সংক্রমণের ছবিটা আবারও বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় ঢেউয়েও শীর্ষস্থানে সেই মহারাষ্ট্র। সেরাজ্যের করোনা চিকিৎসায় বাধা হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের ঘাটতি। আর এই গভীর সমস্যার সমাধানসূত্র এল ধনকুবের মুম্বাইবাসী মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠীর হাত ধরে। রিলায়েন্সের শোধনাগার থেকেই অক্সিজেনের যোগান দিয়ে এই ঘাটতি পূরণ করা হবে।
মহারাষ্ট্রের নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডে টুইট করে জানান, রিলায়েন্সের তরফে ১০০ টন অক্সিজেন সরবরাহ করা হবে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুজরাট থেকে বিনা খরচে অক্সিজেন আনা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শোধনাগার- মুম্বাইয়ের রিলায়েন্সের শোধনাগারে। বলাই বাহুল্য, দেশের এই সঙ্কটকালে আম্বানীদের এই উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসার দাবি রাখে। গতকালই দৈনিক সংক্রমণের সংখ্যা ২ লক্ষ অতিক্রম করেছে। মহারাষ্ট্রে এই মুহূর্তে নাইট কর্ফু জারি করেছে ঠাকরে সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, কেরলের কোচিতে ভারত পেট্রোলিয়ামের উদ্যোগে ২০ টন অক্সিজেন তৈরি করে তা বোতলবন্দি করে করোনা চিকিৎসায় লাগানো হচ্ছে।