অযোধ্যা রাম মন্দিরের জমি নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি, বিজেপির বিরুদ্ধে সরব সপা এবং আপ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/06/2021   শেষ আপডেট: 14/06/2021 8:18 a.m.
-

সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এই টাকা তছরুপ এবং জালিয়াতির ঘটনা নিয়ে সরব হয়েছে

এবারে শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের জমি অধিগ্রহণ নিয়ে সিবিআই তদন্ত দাবি করলেন সমাজবাদী পার্টির নেতা তেজ নারায়ন পান্ডে। রবিবার একটি সাংবাদিক বৈঠকে তেজ নারায়ন পান্ডে অযোধ্যার ১২,০৮০ বর্গমিটার বিশিষ্ট অঞ্চল জুড়ে থাকা একটি বিতর্কিত জমি নিয়ে তার মতামত ব্যক্ত করলেন। তিনি অভিযোগ করলেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এই জমিটি নিয়ে টাকা হেরফের করেছে। সাংবাদিক বৈঠকে তিনি বললেন, "১৮ মার্চ এই জমিটি রবি মোহন তিওয়ারি এবং সুলতান আনসারী কিনেছিলেন ২ কোটি টাকা দিয়ে। আর তার ১৫ মিনিটের মধ্যেই ওই ট্রাস্ট এই জমিটিকে ক্রয় করে ১৮.৫ কোটি টাকা দিয়ে।" সমাজবাদী পার্টির এই নেতা অভিযোগ জানিয়েছেন, রবি মোহন তিওয়ারি এবং সুলতান আনসারী কে ১৭ কোটি টাকা পাঠানো হয়েছিল অনলাইন পেমেন্ট এর মাধ্যমে আরটিজিএস পদ্ধতি ব্যবহার করে সরাসরি তাদের ব্যাংক একাউন্টে।

তিনি আরো বলেছেন, ট্রাস্টের সদস্য অনিল মিশ্রা এবং অযোধ্যার মেয়র ঋষিকেশ উপাধ্যায় এই সমস্ত ক্রয়-বিক্রয়ের সময় উপস্থিত ছিলেন, তাই তারাও সমানভাবে দোষী। এই কথার রেশ টেনে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং বেশকিছু দলিলপত্র সাথে নিয়ে টুইটারে একটি টুইট করেন। এই টুইটে তিনি লেখেন, সন্ধ্যা ৭.১০ এ রবি মোহন তিওয়ারি এবং সুলতান আনসারী জমি ক্রয় করেন ২ কোটি টাকা দিয়ে। আর ৭.১৫ তে রাম জন্মভূমি ট্রাস্টের চম্পট রাই এই জমিটি ক্রয় করে নেন ১৮.৫ কোটি টাকায়।" আপনাদের জানিয়ে রাখি, ওই জমিটিকে নিয়ে বিতর্কিত মামলার শুনানি হওয়ার পরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শ্রীরাম জন্মভূমি ট্রাস্ট গঠন করা হয়। তারপর থেকে অযোধ্যা রাম মন্দির গড়ে তোলার দায়িত্ব নিয়েছে এই কমিটি।